টিকিট আছে তবে ‘স্বৈরাচারী দামে’! 



শাহরিয়ার হাসান,বার্তা২৪.কম 

  • Font increase
  • Font Decrease

ঢাকা: ‘যখন অগ্রিম টিকিট ছাড়ল আমি অনেক চেষ্টা করেও হানিফের টিকিট পাইনি। আজকে পেয়েছি, কিন্তু ‘স্বৈরাচারী দামে’। কাউন্টারের লোকজনদের আচরণ স্বৈরাচারের মতো হয়ে গেছে। যার কাছে পাচ্ছে ইচ্ছামত ভাড়া নিচ্ছে। লোকাল পরিবহনগুলো পযর্ন্ত দেড় হাজার টাকার নিচে নামছে না।’

ক্ষোভ বিরক্তিমাখা কণ্ঠে বার্তা২৪.কমকে কথাগুলো বলছিলেন উত্তবঙ্গের যাত্রী গোলজার রহমান সবুজ। প্রিয়জনের সঙ্গে নীলফামারীতে যাচ্ছেন ঈদ করতে।

ঈদের বাকি আছে আর ২ বা ৩ দিন। কয়েকদিন থেকে বাস টার্মিনালগুলোতে ঘরমুখো মানুষের চাপ যেমন বেড়েছে, তেমনি বেড়েছে টিকিটের জন্য হাহাকার।

অগ্রিম টিকিট বিক্রির শুরু থেকে টিকিটের সংকট দেখায় পরিবহন সংশ্লিষ্টরা।  এ সংকট সবচেয়ে বেশি থাকে জনপ্রিয় পরিবহনগুলোতে। তবে নামিদামি পরিবহনগুলোর দুস্প্রাপ্য সেই টিকিট আজও পাওয়া যাচ্ছে। এক্ষেত্রে এই টিকিট পেতে গেলে স্বাভাবিকের তুলনায় গুণতে হচ্ছে তিনগুণেরও বেশি ভাড়া। 

বুধবার (১৩ জুন) সরজমিনে কল্যাণপুর ও গাবতলী বাস টার্মিনাল ঘুরে কাউন্টারগুলোরতে চড়া দামে টিকিট বিক্রির চিত্র দেখা যায়।

কল্যাণপুর টার্মিনাল। গিজগিজ করছে ঘরমুখোর মানুষের পদচারণায়। যারা অগ্রিম টিকিট পেয়েছেন অধির হয়ে বসে আসেন বাসের অপেক্ষায়। আর যারা টিকিট পাননি তারা ছুটছেন কাউন্টারে কাউন্টারে টিকিটের আশায়। কেউ কেউ সোনার হরিণ এই টিকিট কিনছেন অতিরিক্ত মূল্য দিয়ে। এর মধ্যে ন্ম্নি আয়ের মানুষ কাউন্টারের দ্বারে দ্বারে ঘুরছেন একটু কম দামের আশায়।তবে কোনো ভাবেই টিকিটের দাম ছাড়ছেন না কাউন্টার সংশ্লিষ্টরা।

/uploads/files/3IrHD82Rblvu67cPoLOwSeL9GKkiNyoU3Rjw2t1W.jpegবিকেল তিনটায় কল্যাণপুর হানিফ কাউন্টারে প্রবেশ করতেই, গেঞ্জি পরিহিত এক লোক ঈশারা করলেন। টিকিট নিতে এসেছি জানার পর হানিফ পরিবহেনর কর্মকর্তা হাসান নামে ওই লোক জানান, আজ, আগামীকাল-পরশু প্রত্যেক দিনের টিকিট আছে। কয়টা লাগবে বলেন। তবে ভাড়া বেশি পরবে। ঈদের বাজার বুঝতেই পারছেন!

বগুড়ার ননএসি’র ভাড়া জানতে চাইলে হাসান বলেন, বগুড়ার কোন বাস নেই। বাস সব নওগাঁর, আমার কাছে থেকে নিলে একদাম ১৩০০ টাকা পরবে। কাউন্টারে বেশি পারবে। বি, সি, ডি যে কোন সিরিয়ালে সিট দিতে পারবো। লাগলে জানাবেন বলে মোবাইল নাম্বার হাতে ধরিয়ে দেন হাসান।

তার সুত্র ধরে কাউন্টারে বসা অন্য কর্মকর্তাদের সঙ্গে আলাদা, আলাদা ভাবে জানতে চাইলে প্রায় সবার কাছেই টিকিট আছে এমনটা জানান তারা।

বগুড়ার স্বাভাবিক সময়ে ৩৫০ টাকা ভাড়া হলেও ঈদের এই সময়ে যাত্রীর চাহিদার সুযোগ নিয়ে ১২০০- ১৫০০ টাকা নিচ্ছে হানিফ পরিবহনেরসহ অন্য পরিবহনের কর্মকর্তারা।

অন্যদিকে উত্তরবঙ্গগামী পরিবহন  এসআর, টিআই, ডিপজল, শ্যামলী কাউন্টারে খোঁজ নিয়ে দেখা যায়, তাদের কাছেও কিছু টিকিট রয়েছে। তবে কিনতে হলে গুণতে হবে দাম হাজারের বেশি টাকা।

যাত্রীদের অভিযোগ, কাউন্টারের লোকজন সব টিকিট অগ্রিম বিক্রি না করে নিজেদের কাছে রেখে দেয়। পরে ঈদের আগে আগে এগুলো ছাড়ে। এ সময় যাত্রীদের মধ্যে টিকিট না পাওয়ার হতাশা থাকায়; এ সুযোগটা তারা কাজে লাগায়।

তবে কাউন্টার কর্মকর্তারা এ অভিযোগ অস্বীকার করে বলছেন, অনেক যাত্রী টিকিট ফেরত দেয়, সেগুলো আমরা বিক্রি করি।টুকটাক বেশি তো নিতে হয়।

এদিকে ঈদের টিকিট ফেরত নেওয়া হয় না বলে জানান আরেক পরিবহনের সুপারভাইজার। নাম প্রকাশে অনিচ্ছুক টিআর পরিবহনের এই কর্মকর্তা জানান, এই সব মিথ্যা কথা। কাউন্টারের লোকেরা নিজেরাই ৫/১০ করে টিকিট কিনে রেখে দেয়। পরে বিপদে পরা যাত্রীদের কাছ থেকে দুই তিন গুণ দামে টিকিট বিক্রি করে।

   

জয়পুরহাটে পানিতে ডুবে যুবকের মৃত্যু



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, জয়পুরহাট
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

জয়পুরহাটে গোসল করার সময় পুকুরে পানিতে ডুবে তৌফিক রহমান (১৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার (২৭ মে) দুপুরের সবুজ নগর এলাকায় পাসপোর্ট অফিস সংলগ্ন একটি পুকুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত তৌফিক রহমান শহরের চিত্রাপাড়া এলাকার নিজামুদ্দীনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, তৌফিক রহমান ও তার বন্ধু মোবাইলে যোগাযোগ করে সবুজ নগর মসজিদের সামনে একত্রিত হয়। এরপর নতুন পাসপোর্ট অফিস সংলগ্ন একটি পুকুরে গোসল করার জন্য তারা যায়। এসময় পুকুর পাড়ে বসে কথা বলার সময় পা ধুতে গেলে পিছলে পানিতে পড়ে যায় তৌফিক। তখন দুই বন্ধু মিলে তাকে উদ্ধার করার চেষ্টা করে ব্যর্থ হয়। পরে তাদের চিৎকার শুনে আশপাশ থেকে স্থানীয় লোকজন এসে তাকে পানি থেকে তোলে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা এসে তাকে জয়পুরহাট ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে ঘোষণা করেন।

পুলিশ সুপার মোহাম্মদ নুরে আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

;

ঝড়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপড়ে পড়লো তিন গাছ



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ময়মনসিংহ
ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে বৃষ্টি ও ঝড়ো বাতাসে ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপড়ে পড়েছে তিনটি গাছ। এতে মহাসড়কে যানবাহন চলাচল সাময়িক সময়ের জন্য বন্ধ ছিল।

খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উপড়ে পড়া গাছটি সরিয়ে নিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

সোমবার (২৭ মে) বিকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকার ভরাডোবার ভান্ডাব এলাকায় ঘটনাটি ঘটে।

ভালুকা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমন বলেন, ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে বৃষ্টি ও ঝড়ো বাতাসে তিনটি গাছ ভেঙে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপড়ে পড়ে যায়। এতে যানবাহনে চলাচলে বাধাগ্রস্ত করে। খবর পেয়ে দ্রুতই ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের কর্মীদের প্রায় ৪০ মিনিটের চেষ্টা তিনটি গাছ কেটে সরিয়ে নিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

ভালুকা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান আরও বলেন এঘটনায় কেউ নিহত বা আহত হয়নি।

ভরাডোবা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আবু তালেব বলেন, সড়কে গাছ পড়ার সাথে সাথে ফায়ার সার্ভিস ও পুলিশের সমন্বয়ে কাজ করে গাছ কেটে সরিয়ে ফেলে। তবে, এই ঘটনায় সাময়িক সময়ের জন্য যান চলাচল বন্ধ ছিল।

;

খাতুনগঞ্জে খাল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানাধীন খাতুনগঞ্জের একটি খাল থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তার নাম ঠিকানা এখনও পাওয়া যায়নি।

সোমবার (২৭ মে) বিকেলে খাতুনগঞ্জ এলাকার শুকটি পট্টির খালে ভাসতে দেখে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যায়।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক নুরুল আলম আশিক জানান, বিকেল সাড়ে চারটার দিকে এক যুবককে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। শুটকি পট্টি পুলের গোড়ায় পানিতে ডুবে থাকা অবস্থায় পাওয়া ভিটটিমকে পাওয়া যায়। যার আনুমানিক বয়স ২৫ বছর।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম ওবাইদুল হক বার্তা২৪.কম-কে বলেন, শুঁটকি পট্টির একটি খাল থেকে স্থানীয়রা মরদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছে। ধারণা হচ্ছে, দিনভর বৃষ্টির কারণে ওই খালে পানির অনেক শ্রুত ছিল, ভুলবশত সেখানে পড়ে ডুবে গেছে। এতে তার মৃত্যু হয়েছে। আমরা পরিচয় শনাক্তে কাজ করছি।

;

আরও যা প্রয়োজন দেওয়া হবে: অধিদপ্তরের মহাপরিচালক 

  ঘূর্ণিঝড় রিমাল



আশরাফুল ইসলাম, পরিকল্পনা সম্পাদক বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

ঘুর্ণিঝড় রিমালের তাণ্ডবের পর প্রাথমিকভাবে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে দুর্গত মানুষদের জন্য ইতিমধ্যে অর্থ ও খাদ্য বরাদ্দ দেওয়া হয়েছে জানিয়ে দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মোঃ মিজানুর রহমান বলেছেন, আরও যা প্রয়োজন আমরা তা করব।

সোমবার সন্ধ্যায় বার্তা২৪.কমকে তিনি বলেন, ‘আমরা ইতিমধ্যেই অর্থ বরাদ্দ দিয়েছি। খাদ্য বরাদ্দ দিয়েছি। আরও যা যা লাগে সবটাই দেওয়া হবে। অলরেডি দেওয়া হয়েছে, আরও যা প্রয়োজন হবে, স্টেটমেন্টটা হাতে পেলে ..প্রাথমিকটা পেয়েছি। যেহেতু এখনো ঝড় শেষ হয়নি। সব কালেক্ট করার পর রাষ্ট্র যেভাবে চাইবে; যেভাবে দূর্গতদের পাশে দাঁড়ালে তাদের কল্যাণ হবে, যাতে তাদের পুনর্বাসন করা যায় বড় লসগুলোকে কাটাতে, রাষ্ট্র যেভাবে দাঁড়ায়, সেভাবে আমরা করব।’

দুর্গতদের তথ্য সংগ্রহে আমরা জেলা প্রশাসনগুলোর সঙ্গে প্রতিমুহূর্তে কাজ করছি জানিয়ে সরকারের এই কর্মকর্তা বলেন, ‘প্রাথমিকভাবে জেলা প্রশাসকরা যে তথ্য পাঠিয়েছেন তার ভিত্তিতেই আমরা ক্ষয়ক্ষতির একটি পরিসংখ্যান তৈরি করেছি। এখন পর্যন্ত ১৯টি জেলার ১০৭টি উপজেলার ৯১৪টি ইউনিয়নে ঘূর্ণিঝড় রিমালে দুর্গত মানুষের সংখ্যা ৩৭ লক্ষ ৫৮ হাজার ৯৬ জন। এই ঘুর্ণিঝড়ে অন্ততঃ ১০ জনের মৃত্যুর তথ্য আমরা প্রাথমিকভাবে পেয়েছি। আংশিক বিধ্বস্ত বাড়িঘরের সংখ্যা ১ লক্ষ ১৪ হাজার ৯৯২টি এবং সম্পূর্ণ বিধ্বস্ত বাড়িঘরের সংখ্যা ৩৫ হাজার ৪৮৩টি।’

মোঃ মিজানুর রহমান আরও জানান, কিছু জেলায় দুর্গতদের লুঙ্গি, শাড়ি, থ্রি পিস, টি-শার্ট, বাচ্চাদের কাপড়, ঢেউটিন, নগদ অর্থ, বিধ্বস্ত বাড়িঘর নির্মাণে অর্থ মঞ্জুরি, শুকনা খাবার, বিশুদ্ধ খাবার পানি চাওয়া হয়েছে। আমরা আরও তথ্য সংগ্রহে কাজ করছি। যাতে সবাইকে ক্ষতি কাটিয়ে স্বাভাবিক অবস্থায় ফিরতে সহযোগিতা দেওয়া যায় অধিদপ্তর তা চেষ্টা করছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুর রহমান, সোমবার (২৭ মে) সচিবালয়ে ঘূর্ণিঝড় পরবর্তী সংবাদ সম্মেলনে বলেন, সরকারের প্রস্তুতির কারণে বড় ক্ষয়ক্ষতি হয় নাই।ইতোমধ্যে ক্ষতিগ্রস্তদের ৬ কোটি ৮৫ লাখ টাকা সহযোগিতার জন্য দেওয়া হয়েছে। পাঁচ হাজার পাঁচশত মেট্রিক টন চাল ও পাঁচ হাজার প্যাকেট শুকনো খাবার। এছাড়া শিশু খাদ্য কেনার জন্য ১ কোটি ৫০ লাখ টাকা সহযোগিতা করা হয়েছে।

সহযোগিতা ক্ষতিগ্রস্তের মোবাইল অ্যাকাউন্টে যাবে উল্লেখ করে প্রতিমন্ত্রী আরও বলেন, ‘বরাদ্দ অব্যাহত থাকবে’।

;