শিশুদের জন্য জেলায় বাজেট হবে: আবুল কালাম আজাদ
শিশুদের উন্নয়ন, অধিকার এবং সুরক্ষার জন্য জেলা ভিত্তিক বাজেট প্রণয়নের দাবি জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক প্রধান মুখ্য সমন্বয়কারী আবুল কালাম আজাদ।
বৃহস্পতিবার (৩১অক্টোবর) বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ‘টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে শিশু সুরক্ষা: গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক এক কর্মশালায় প্রধান আলোচক হিসেবে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশকে উন্নত দেশের কাতারে আনতে হলে শিশুদের বাদ দেওয়া যাবে না উল্লেখ করে তিনি বলেন, এসডিজিতে ১৭টি গোল রাখা হয়েছে। এখানে শিশুদের জন্য আলাদা কোন লক্ষ্য নির্ধারণ করা হয়নি। তবে প্রতিটির মধ্যেই শিশুর উন্নয়ন, অধিকার ও সুরক্ষার বিষয় রয়েছে। আগের শিশুদের জন্য আমাদের জেলা বাজেট ছিল না। এবার জেলায় জেলায় শিশুদের জন্য বাজেট দেয়া হবে। এসডিজি আমাদের জন্য প্যাশন নয়, প্রাণের দাবি বলে জানান আবুল কালাম আজাদ।
তিনি বলেন, সমগ্র এসডিজিটিই আমার জন্য, আপনার জন্য, আমাদের সবার জন্য। সবাইকে ছাড়া এসডিজির লক্ষ্যমাত্রা অর্জন কখনই সম্ভব না। সবাইকে সঙ্গে নিয়ে সমবেতভাবে কাজ করলেই আমাদের লক্ষ্যে আমরা পৌছাতে পারবো। বিগত সময়ে আমরা পেরেছি। এবারও লক্ষ্যমাত্রার অনেকগুলো নির্ধারিত সময়ের আগে, নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়ন সম্ভব হবে।
তিনি আরও বলেন, আমরা শিক্ষায় এগিয়ে আছি। নতুন বই বিতরণ বিশ্বে ইতিহাস হয়ে থাকবে। একই দিনে এতো পরিমাণ বই পৃথিবীর কোথাও বিনামূল্যে দেয়ার নজির নেই। আমরা অর্থনৈতিকভাবেও এগিয়ে যাচ্ছি।
বিদ্যুতে ব্যাপক উন্নয়ন হয়েছে। এক সময় বিদ্যুৎ যেত না, আসতো এমন প্রবাদ ছিল। এখন বিদ্যুৎ যায় না। আগামী জুনের মধ্যে প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে যাবে। আমরা বিশ্বাস করি, আমাদের প্রত্যেকের মধ্যে সোনার খনি, হীরার খনি রয়েছে। এমন একটি সময়ে এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনে সিএজেএনের এমন উদ্যোগ কার্যকর ভূমিকা রাখবে।
কর্মশালাটির আয়োজন করে চিলড্রেন এ্যাফেয়ার্স জার্নালিস্টস নেটওয়ার্ক (সিএজেএন) ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। সিএজেএনের সভাপতি মাহফুজা জেসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ, ওয়ার্ড ভিশন বাংলাদেশের পরিচালক চন্দন জেড. গোমেজ, উপ পরিচালক সাবিরা সুলতানা নুপুর, সিএজেএনের সহ-সভাপতি মোস্তাফা কামাল মল্লিক, সাধারণ সম্পাদক শিপন হাবীব প্রমুখ।