জাতীয় চার নেতার খুনিদের ফিরিয়ে আনার চেষ্টা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল

স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল

জাতীয় চার নেতার খুনিদের বিদেশে থেকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

রোববার (৩ নভেম্বর) রাজধানীর নাজিম উদ্দীন রোডে জেল হত্যা দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

আসাদুজ্জামান খান কামাল বলেন, খুনিরা কিন্তু আমাদের দেশের আইনের আওতায় নেই। তারা বিশ্বের যে সকল দেশে অবস্থান করছে সেই দেশের আইন অনুযায়ী তাদেরকে প্রত্যবর্তন করতে হবে। আমরা সেই প্রচেষ্টায় রয়েছি। আমরা ঐ সব দেশের সঙ্গে আলোচনা করছি। শুধু জেল হত্যা নয় বঙ্গবন্ধুর খুনিরাও কিন্তু বিভিন্ন দেশে পালিয়ে আছে।

তিনি বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলার সঙ্গে জড়িতরাও বিভিন্ন দেশে পালিয়ে বেড়াচ্ছেন। তাদেরও সবাইকে চিহ্নিত করে আনার প্রচেষ্টায় রয়েছি। আমরা আশা করছি ক্রমান্বয়ে আমরা এদেরকে নিয়ে আসব। আমি আগেও বলেছি আবারও বলছি খুনিরা যে দেশে রয়েছে সে দেশেও আইন রয়েছে। সেই আইন অনুযায়ী তাদের সঙ্গে আলোচনা করে খুনিদের দেশে আনার চেষ্টা করছি।

বিজ্ঞাপন

যুবলীগ নেতা সম্রাট গ্রেফতার হলেও তার সহযোগীরা থেমে নেই, তারা  চাঁদা আদায় করে চলছে এমন এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এই বিষয়ে কথা বলতে হলে তথ্যভিত্তিক কথা বলতে হবে। সকলের বিষয়ে প্রধানমন্ত্রী দিক নির্দেশনা দিয়েছেন।