সবজি ভর্তি ব্যাগে পিস্তল, ইয়াবা-ফেনসিডিল

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, রংপুর
  • |
  • Font increase
  • Font Decrease

ইয়াবাসহ আটককৃত যুবক, ছবি: সংগৃহীত

ইয়াবাসহ আটককৃত যুবক, ছবি: সংগৃহীত

রংপুরে কাঁচা শাক-সবজি ভর্তি ব্যাগের নিচে রাখা পিস্তল ও ইয়াবা-ফেনসিডিলসহ আমিনুল ইসলাম ডন (৩৫) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব। আটক ডন রংপুর অঞ্চলের একজন শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী বলে জানা গেছে।

মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরে র‌্যাব-১৩ এর কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মোতাহার হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১২ নভেম্বর) মধ্যরাতে রংপুর মহানগরীর ঘাঘটপাড়া শুঁটকির আড়ত এলাকা থেকে সন্দেহজনক মোটরসাইকেলসহ আমিনুল ইসলাম ডনকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে লোহার তৈরি একটি পাইপ গান, দুই রাউন্ড কার্তুজ, ৫০ বোতল ফেনসিডিল ও শতাধিক ইয়াবা উদ্ধার করা হয়।

র‌্যাবের দাবি, আটক আমিনুল ইসলাম ডন রংপুর অঞ্চলের একজন শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে রংপুরের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। সে নগরীর তাজহাট আশরতপুর এলাকার মৃত মঈন উদ্দিনের ছেলে। এই শীর্ষ সন্ত্রাসীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

বিজ্ঞাপন