সংযুক্ত আরব আমিরাতে তিন দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী ফ্লাইটটি মঙ্গলবার(১৯ নভেম্বর) রাত ১০টা ৫৫ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
বিজ্ঞাপন
রাতে প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান জাহিদ তুষার এই তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে বাংলাদেশ সময় ৬টা ৪৫ মিনিটে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী ।
বিজ্ঞাপন
সফরে প্রধানমন্ত্রী ১৭ নভেম্বর বিশ্বের অন্যতম বৃহত্তম ও সফল এয়ার শো এবং মধ্যপ্রাচ্য, এশিয়া ও আফ্রিকার বৃহত্তম এয়ারোস্পেস ইভেন্ট দুবাই এয়ার শো’র উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন।
পরে তিনি দুবাইয়ের ভবিষ্যৎ বিমানবন্দর দুবাই ওয়ার্ল্ড সেন্টারে এয়ার ডিসপ্লে উপভোগ করেন। এটি আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবেও পরিচিত।
দুবাই এয়ার শো’র ফাঁকে আবুধাবির যুবরাজ এবং সংযুক্ত আরব আমিরাতের সশস্ত্র বাহিনীর ডেপুটি সুপ্রিম কমান্ডার শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান বাংলাদেশ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবুধাবির বাংলাদেশ দূতাবাস আয়োজিত এক নৈশভোজেও যোগ দেন।
অনুষ্ঠানে দ্বিপক্ষীয় বাণিজ্যিক স্বার্থে শেখ হাসিনা বাংলাদেশে বিনিয়োগ করার জন্য আমিরাতের ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান।
একটা ভালো নির্বাচন ছাড়া আমাদের কোনো বিকল্প নাই। আল্লাহ তায়ালা আমাদের এখানে নির্ধারণ করে পাঠিয়েছেন বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার ব্রি.জে (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
সোমবার (২৫ নভেম্বর) বিকেলে আগারগাঁও নির্বাচন ভবনে ইসি সচিবালয় কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শেষে তিনি এই মন্তব্য করেন।
মতবিনিময় শেষে নির্বাচন কমিশনার ব্রি.জে (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, নতুন কমিশন দায়িত্ব গ্রহণ করার পর আজ কর্মকর্তাদের সঙ্গে পরিচিত হয়েছি। কোন পরিস্থিতিতে এই সরকার গঠন করা হয়েছে সেটা আলোকপাত করা হয়েছে৷ জাতির প্রত্যাশা এবং আমরা কি চাই সেটা নিয়ে আলোচনা হয়েছে৷ আমাদের চাওয়া ভেরি সিম্পল৷ একটা সুন্দর নির্বাচন।
সানাউল্লাহ বলেন, আমাদের দায়িত্ব পালনে কর্মকর্তাদের সিইসি দিক নির্দেশনা দিয়েছেন। একনিষ্ঠতা, সততা, জবাবদিহিতার ব্যাপারে আলোচনা হয়েছে।
দায়িত্ব পালনে কী ধরনের চ্যালেঞ্জ মনে করছেন এমন প্রশ্নে তিনি বলেন, আমরা কমিশন সমন্বিতভাবে মনে করি মোর দ্যান দ্য চ্যালেঞ্জ, আমরা মনে এটা অপরচ্যুনিটি৷ চ্যালেঞ্জ তো অবশ্যই আছে। চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্যই আমরা এখানে আছি৷ এটা অপরিচ্যুনিটি ভাবছি এই জন্য, জাতি একটা ক্রান্তি লগ্নে এসে দাঁড়িয়েছে। যেখানে আমাদের আরো কোনো বিকল্প নেই, একটা ভালো নির্বাচন করা ছাড়া। এবং আমরাই সেই ব্যক্তি, যাদের আল্লাহ এখানে নির্ধারণ করে পাঠিয়েছেন৷ এই প্রত্যাশা ডেলিভার করার জন্য। আমরা আত্মবিশ্বাসী এটা আমরা ডেলিভার করবো৷ এইজন্য আমরা ওয়াদাবদ্ধ।
নবনিযুক্ত নির্বাচন কমিশনার সানাউল্লাহ আরও বলেন, আমরা একটা পলিটিক্যাল প্রসেসের মধ্য দিয়ে যাচ্ছি। সেই প্রসেসটা আমি নিশ্চিত, আপনারা হয়তো প্রধান উপদেষ্টার বক্তব্য শুনেছেন-যে এই সরকারের উদ্দেশ্য হচ্ছে দ্রুততম সময়ে নির্বাচন দেওয়া। তবে যে সংস্কার কার্যক্রম হাতে নিয়েছে সেগুলো হতে হবে। সবারই তো উদ্দেশ্য হচ্ছে নির্বাচনে যাওয়া। যথাযথ সময়ে নির্বাচন নিয়ে আমরা কথা বলবো।
নির্বাচনে যোগদানের উপলব্ধি কি জানতে চাইলে তিনি বলেন, এটা শুধুমাত্র দায়িত্ব নয়। এটা আমাদের দায়বদ্ধতা। ইনশাআল্লাহ আমরা এই দায়বদ্ধতা পূরণ করবো। আমরা সবাই সন্তুষ্ট। একটা স্বচ্ছ প্রক্রিয়ার মধ্য দিয়ে যে আমাদের নির্বাচন করা হয়েছে আমরা নিজেদের ধন্য মনে করছি, গর্ব মনে করছি।
বাংলাদেশে উচ্চ রক্তচাপের প্রকোপ উদ্বেগজনক অবস্থায় পৌঁছেছে। বর্তমানে প্রতি চারজনে একজন প্রাপ্তবয়স্ক মানুষ উচ্চ রক্তচাপে ভুগছে, যা আগে ছিল প্রতি পাঁচজনে একজন। বিদ্যমান পরিস্থিতি নিয়ন্ত্রণে তৃণমূল পর্যায়ে উচ্চ রক্তচাপের ওষুধ বিনামূল্যে প্রদানের কাজ শুরু হয়েছে। তবে কার্যকরভাবে এ রোগের প্রকোপ নিয়ন্ত্রণের জন্য দেশের সব কমিউনিটি ক্লিনিকে উচ্চ রক্তচাপের ওষুধের প্রাপ্যতা নিশ্চিত করা প্রয়োজন। একইসাথে চাহিদা অনুযায়ী ওষুধের পর্যাপ্ত উৎপাদন নিশ্চিত করতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দও জরুরি।
রোববার (২৪ নভেম্বর) চট্টগ্রাম মহানগরীর একটি হোটেলে “উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে বাংলাদেশের অগ্রগতি এবং করণীয়” শীর্ষক এক সাংবাদিক কর্মশালায় এসব তথ্য ও সুপারিশ তুলে ধরা হয়।
গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটর (জিএইচএআই) এর সহযোগিতায় কর্মশালাটির আয়োজন করে প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান)। কর্মশালায় চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলায় কর্মরত প্রিন্ট, ইলেক্ট্রনিক এবং অনলাইন মিডিয়ার ২৭ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।
কর্মশালায় জানানো হয়, বর্তমানে দেশে মোট মৃত্যুর ৭১ শতাংশই ঘটছে স্ট্রোক, ক্যান্সার, কিডনি রোগ, শ্বাসতন্ত্রের রোগ ও ডায়াবেটিসসহ বিভিন্ন অসংক্রামক রোগে যার অন্যতম প্রধান ঝুঁকি উচ্চ রক্তচাপ। অসংক্রামক রোগের পরিস্থিতি ভয়াবহ হলেও এটি নিয়ন্ত্রণে ব্যয় করা হয় দেশের মোট স্বাস্থ্য বাজেটের মাত্র ৪.২ শতাংশ।
এছাড়া দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের মধ্যেও বাংলাদেশ সরকারের স্বাস্থ্যবাজেট সহায়তা সবচেয়ে কম। তৃণমূল পর্যায়ে বিনামূল্যে উচ্চ রক্তচাপের ওষুধ নিশ্চিত করার পাশাপাশি এখাতে বরাদ্দ বৃদ্ধি করা হলে এটি অসংক্রামক রোগ ও অকালমৃত্যু কমিয়ে আনতে ব্যয়-সাশ্রয়ী পদক্ষেপ হিসেবে ভূমিকা পালন করবে।
কর্মশালায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- জিএইচএআই বাংলাদেশ কান্ট্রি লিড মুহাম্মাদ রূহুল কুদ্দুস, অ্যান্টি টোব্যাকো মিডিয়া অ্যালায়েন্সের (আত্মা) কেন্দ্রীয় কমিটির সদস্য ও দৈনিক পূর্বকোন পত্রিকার চিফ রিপোর্টার সাইফুল আলম, চট্টগ্রাম আত্মা’র আহ্বায়ক ও ইনডিপেন্ডেন্ট টেলিভিশনের বিভাগীয় প্রতিনিধি আলমগীর সবুজ এবং প্রজ্ঞা’র নির্বাহী পরিচালক এবিএম জুবায়ের। কর্মশালায় বিষয়ভিত্তিক উপস্থাপনা তুলে ধরেন প্রজ্ঞা’র পরিচালক মো. শাহেদুল আলম এবং কোঅর্ডিনেটর সাদিয়া গালিবা প্রভা।
মোল্লা কলেজে হামলা-ভাঙচুর ও সংঘর্ষের ঘটনায় সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজের বেশ কিছু শিক্ষার্থীকে মোল্লা কলেজে আটকে রাখা হয়েছে বলে জানা গেছে।
সোমবার (২৫ নভেম্বর) দুপুর ২ টা নাগাদ বিপুল পুলিশ তাদের উদ্ধারে কলেজের ভেতরে প্রবেশের চেষ্টা করে। এসময় শিক্ষার্থীরা তাদের উপর চড়াও হলে পুলিশ পুলিশ পিছু হাটে।
ঘটনাস্থলে উপস্থিত ওয়ারি বিভাগের উপ পুলিশ কমিশনার ছালেহ বলেন, আমরা জানতে পেরেছি ভেতর সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল কলেজের শিক্ষার্থীরা৷ আটকে আছে। আমরা তাদের উদ্ধারের জন্য ভেতরে প্রবেশের চেষ্টা করেছিলাম কিন্তু আমাদের উপরে চড়াও হয়েছে। পরে আমরা কলেজ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছি। তাদেরকে আমরা এই বিষয়টা অবগত করেছি। বিকাল ৪টায় আমরা কলেজ কতৃপক্ষের সাথে আলোচনায় বসবো।
সোহরাওয়ার্দী কলেজে হামলার ঘটনাকে কেন্দ্র করে মোল্লা কলেজে হামলা চালিয়ে ভাঙচুর করেছে সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থীরা।
শীতের আগমনে বাজারে সরবরাহ বাড়ছে সব শাক-সবজির। এতে কমতে শুরু করেছে দাম। গত সপ্তাহের তুলনায় প্রায় ২০ থেকে ৫০ শতাংশ কমেছে প্রতিটি সবজির দাম। আঁটিপ্রতি অর্ধেকে নেমেছে বিভিন্ন শাকের দাম। ক্রেতাদের মনে স্বস্তি ফেরার কথা হলেও খুচরা বাজারের নানা কারসাজিতে অস্বস্তিতে রয়েছে ক্রেতারা।
বাজার ঘুরে দেখা গেছে, কেজিপ্রতি ইন্ডিয়ান পেঁয়াজ ৯৫ টাকা, আলু প্রতি কেজি ৭০-৭৫ টাকা, মানভেদে নতুন আলু ১২০-১৩০ টাকা কেজি, রসুন ২৭০-২৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
শীতের সবজির মধ্যে প্রতি কেজি বেগুন মানভেদে ৭০ টাকা কেজি, করলা ৬০ টাকা কেজি, বরবটি ৬০ টাকা কেজি, শিম ১০০ টাকা কেজি, পটল ৫০ টাকা কেজি, ঢেঁড়স ৫০ টাকা কেজি, শসা ৫০ টাকা কেজি, প্রতি পিস ফুলকপি মানভেদে ৮০ টাকা, লাউ ৫০-৬০ টাকা, টমেটো ১৩০ টাকা, মূলা ৫০ টাকা, বাঁধাকপি ৫০ টাকা, কাঁচামরিচ ৮০ থেকে ১০০ টাকা ও কুমড়া ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। শাকের মধ্যে শাকের মধ্যে লাল শাক, লাউ শাক, মুলা শাক, পুঁই শাক ২০ থেকে ৪০ টাকা করে বিক্রি হচ্ছে। মুরগির বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৬০-১৬৫ টাকা, সোনালি মুরগি ২৮০-২৯০ টাকা দরে বিক্রি করা হচ্ছে।
খুচরা বিক্রেতা শিমুল জানান, বাজারে এখন গত সপ্তাহের তুলনায় দাম কম আছে। শীতের সবজি তো মাত্র আসতে শুরু করেছে। সপ্তাহখানেক যেতে দেন। এরপর দাম আরও কমে যাবে। এবার বন্যায় প্রচুর ফসলের ক্ষতি হয়েছে। এজন্য দাম কিছুটা বেশি। এখন আবার আরেক দফায় চাষ হচ্ছে। সেগুলো বাজারে এলেই দাম কমতে শুরু করবে।
বড় বাজারের এক ব্যবসায়ী বলেন, শীতকালীন আগাম সবজি বাজারে এসেছে কয়েকদিন হলো। এরমধ্যে বাজারে দাম কমতে শুরু করেছে। গত সপ্তাহের তুলনায় অনেক কমেছে, দিনযত যাবে দাম আরও কমে যাবে।
ব্যবসায়ীরা দাম কমার কথা বললেও দাম নিয়ে অস্বস্তিতে ক্রেতারা।
আলমগীর হোসেন নামে এক ক্রেতা জানান, শীতকালীন সবজি হলেও এখনও বাজারে দাম নিয়ে প্রশ্ন রয়েছে। পাইকারি বাজারে দাম কম হলেও খুচরা ব্যবসায়ীরা কারসাজি করে দামে। এ সিন্ডিকেট কেউ বন্ধ করতে পারেনি। যার কারণে দাম কমলেও সাধারণ মানুষ তার সুবিধা পায় না।
বাজারে আলুর দাম নিয়ে অস্বস্তিতে ক্রেতারা। পুরাতন আলু ৭০ টাকার অধিক এবং নতুন আলু কিনতে ১৩০ টাকার অধিক গুণতে হচ্ছে। আলুর দাম নিয়ে আরেক ক্রেতা জাহাঙ্গীর হোসেন বলেন, অন্যান্য বছর এ সময়ে আলু ৩০ থেকে ৫০ টাকার মধ্যে থাকত। এ বছর সে তুলনায় দাম বেশি।
বাজার করতে আসা গৃহিণী রুমা আক্তার বলেন, মানে বাজারে একটা না একটা দরকারি জিনিসের দাম বাড়তি থাকবেই। হয় ডিমের দাম, না হয় কাঁচামরিচ, না হয় আলু। এভাবেই চলছে। আমরা কাটছাঁট করে কোনোরকম টিকে আছি।
ফেনী পৌর তরকারি আড়ত ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জাফর বলেন, গত সপ্তাহের তুলনায় প্রতিটি আগাম শীতকালীন সবজিতে ২০ থেকে ৫০ শতাংশ কমেছে। মূলা গত সপ্তাহে পাইকারিতে ৫০ টাকা বিক্রি করেছি এখন সেটি ৩০ টাকায় বিক্রি হচ্ছে। এ সবজির দাম আরও কমার সম্ভাবনা রয়েছে। এখনও পুরোদমে শীতকালীন সবজি বাজারে আসেনি, এগুলো আগাম সবজি। আগামী কয়েক সপ্তাহের মধ্যে দাম আরও কমে যাবে।