মুখোমুখি সংঘর্ষ থেকে রক্ষা পেল দু’টি আন্তঃনগর ট্রেন

  • স্টাফ করেসপন্ডেট, বার্তা২৪.কম, রাজশাহী
  • |
  • Font increase
  • Font Decrease

বাঘার আড়ানী স্টেশনে একই লাইনে উঠে পড়ে দুই ট্রেন

বাঘার আড়ানী স্টেশনে একই লাইনে উঠে পড়ে দুই ট্রেন

রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী রেলওয়ে স্টেশনের অদূরে মুখোমুখি সংঘর্ষ থেকে রক্ষা পেয়েছে যাত্রীবাহী দু’টি আন্তঃনগর ট্রেন। একই লাইনে উঠে যাওয়ার পরও চালকের দক্ষতায় মাত্র ৩০ ফুট দূরে থাকতে থেমে যায় ট্রেন দু’টি।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শী ও রেলওয়ে কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, আড়ানী রেল স্টেশনের অদূরে উত্তরা এক্সপ্রেস ও কপোতাক্ষ এক্সপ্রেসের ক্রসিং হওয়ার কথা ছিলো। রাজশাহী প্রান্তে আব্দুলপুর অভিমুখী উত্তরা এক্সপ্রেস ক্রসিংয়ের জন্য অপেক্ষা করছিলো। এ সময় খুলনা থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে আসা কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনটি একই লাইনের মধ্যে ঢুকে পড়ে। লাইনের ওপর ট্রেন দেখে ব্রেক করেন কপোতাক্ষ এক্সপ্রেসের চালক। ট্রেনটি মুখোমুখি আসার পর থামাতে সক্ষম হন তিনি। এ সময় দুই ট্রেনের দূরত্ব ছিলো মাত্র ৩০ ফুট। এ ঘটনার পর কপোতাক্ষ এক্সপ্রেসের যাত্রীরা নেমে আসেন। পরে চারিদিকে হৈ চৈ পড়ে যায়। অল্পের জন্য দু’টি ট্রেনের মুখোমুখি সংঘর্ষের মতো ঘটনা থেকে বেঁচে যায় উত্তরা ও কপোতাক্ষ এক্সপ্রেস। আর প্রাণে রক্ষা পান এই দুই ট্রেনের সহস্রাধিক যাত্রী।

কপোতাক্ষ আন্তঃনগর ট্রেনের পরিচালক আবুল হোসেন বলেন, আড়ানী স্টেশনে কপোতাক্ষ এক্সপ্রেসের স্টপেজ নেই। হঠাৎ আড়ানী স্টেশনে এসে ট্রেনটি দাঁড়িয়ে যায়। ট্রেন থেকে নেমে এসে দেখি, যে লাইন দিয়ে ট্রেনটি যাচ্ছিলো, সেই লাইনে আরেকটি ট্রেন দাঁড়িয়ে থাকা দেখে চালক ট্রেনটি কৌশলে থামিয়ে দেন। প্রায় ৩৩ মিনিট পর ট্রেনটি পেছনের দিকে ব্যাক করে ২ নম্বর লাইনে দিয়ে রাজশাহীর উদ্দেশ্যে রওনা হয়।

বিজ্ঞাপন

বাঘা থানার ওসি নজরুল ইসলাম বলেন, ঘটনা জানার পর তাৎক্ষণিক আড়ানী স্টেশনে গিয়ে দেখি যাত্রীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এদিকে, দায়িত্বে অবহেলার জন্য ঘটনার পর তাৎক্ষণিকভাবে রাজশাহী আড়ানী রেলওয়ে স্টেশন মাস্টার একরামুল হক ও পয়েন্টম্যান (পি.ম্যান) রওশন আলীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন।

তিনি জানান, স্টেশন মাস্টার ও পয়েন্টম্যানের দায়িত্বে অবহেলার কারণেই দুর্ঘটনাটি ঘটতে চলেছিলো। আড়ানী রেলওয়ে স্টেশনের অদূরে এই দুইটি ট্রেনের ক্রসিংয়ের কথা ছিলো। পরে ট্রেন দুইটি স্বাভাবিকভাবেই একে অপরকে অতিক্রম করে এবং নিজ নিজ গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়।