ইউনেস্কোর নির্বাহী পরিষদে সহ-সভাপতি বাংলাদেশ

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

Photo: Collected

Photo: Collected

ইউনেস্কোর সদর দপ্তরে নির্বাহী পরিষদের ২০৮তম সভায় ৫৮ সদস্য রাষ্ট্রের মধ্য থেকে ইলেক্টোরাল গ্রুপ-৪ (এশিয়া ও প্রশান্ত) থেকে নির্বাহী পরিষদের সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছে বাংলাদেশ।

শনিবার (৩০ নভেম্বর) ফ্রান্সে বাংলাদেশ দূতাবাস থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

বাংলাদেশ ২০১৭-২০২১ মেয়াদে ইউনেস্কো’র নির্বাহী পরিষদের নির্বাচিত সদস্য। ইউনেস্কোর ৪০তম সাধারণ অধিবেশনে নবনির্বাচিত ২৯টি সদস্য রাষ্ট্রের সঙ্গে ২০১৭ সালে নির্বাচিত সমসংখ্যক সদস্য রাষ্ট্রের সমন্বয়ে পূর্ণাঙ্গ নির্বাহী পরিষদ গঠিত হয়। এ নির্বাহী পরিষদের ২০৮তম সভায় বাংলাদেশ ছাড়াও অন্যান্য গ্রুপ হতে সুইজারল্যান্ড, রাশিয়া, সেন্ট লুসিয়া, ইথিওপিয়া এবং মিশর সহ-সভাপতি নির্বাচিত হয়।

২০১৯-২০২১ সময়কালে নির্বাহী বোর্ডের সভাপতি নির্বাচিত হন নিরক্ষীয় গিনির সাবেক পররাষ্ট্র মন্ত্রী গিনির সাবেক পররাষ্ট্রমন্ত্রী আগাপিতো মুকো।

বাংলাদেশ ইউনেস্কো-এর নির্বাহী পরিষদের সহ-সভাপতি হিসেবে আগামী ২ বছর এশিয়া ও প্রশান্ত অঞ্চলের ৪৪টি রাষ্ট্রের প্রতিনিধিত্ব করাসহ সকল সদস্য রাষ্ট্রের প্রতিনিধিত্ব করবে।

বিজ্ঞাপন