রাজশাহীতে পাম্প খুলতেই যানবাহনের উপচে পড়া ভিড়
পেট্রোল পাম্প মালিক সমিতি ও ট্যাংকলরি মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ডাকা ধর্মঘট স্থগিতের পর রাজশাহীর পাম্পগুলোতে তেল বিক্রি শুরু করেছে শ্রমিকরা।
ধর্মঘট প্রত্যাহারের ঘোষণার পরপরই সোমবার (২ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে নগরীর পাম্পগুলো খুলতেই মোটরসাইকেল চালকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।
পেট্রোল পাম্প মালিক সমিতির রাজশাহী জেলার সভাপতি মনিমুল হক বার্তা২৪.কম-কে বলেন, ঢাকায় বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) সঙ্গে আমাদের নেতারা বৈঠক করেছেন। বৈঠকে কমিশন বৃদ্ধির দাবি মেনে নেওয়া হয়। অন্য দাবিগুলোর বিষয়েও পরবর্তীতে সভা হবে। বিষয়টি নেতারা আমাদেরকে জানিয়েছেন। তাদের নির্দেশনার পর রাজশাহীর সকল পাম্প খুলে দেয়া হয়। এখন তেল বিক্রি শুরু হয়েছে।
বিকেল সাড়ে ৩টার দিকে নগরীর শালবাগান এলাকার মেসার্স আলম ফিলিং স্টেশনে গিয়ে দেখা যায়, তিনটি ডিপো থেকে তেল বিক্রি করা হচ্ছে। সেখানে প্রায় অর্ধশতাধিক মোটরসাইকেল চালক তেল কিনতে ভিড় জমিয়েছেন। তাদেরকে তেল দিতে হিমশিম খাচ্ছে শ্রমিকরা।
পাম্পটির সেলসম্যান মুরাদ হোসেন বলেন, ‘ধর্মঘট শুরুর দিনের আগের রাতে তেল নেওয়ার জন্য পাম্পে যানবাহনের সংখ্যা অস্বাভাবিক বেড়ে গিয়েছিল। আবার ধর্মঘট স্থগিতের পরও একই অবস্থা। তবে স্থগিতের পরই যানবাহনের সংখ্যা বেশি। সবাই তাড়াহুড়ো করছে।’