আমদানিতে নির্ভরতা কমাতে হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, বাংলাদেশ আজ সমৃদ্ধির পথে এগিয়ে চলেছে। দেশের উন্নয়নের গতিধারা অব্যাহত রাখতে হলে উৎপাদন বৃদ্ধি করতে হবে। পাশাপাশি আমদানিতে নির্ভরতা কমিয়ে আরও বেশি পরিমাণে রপ্তানির সুযোগ তৈরি করতে হবে।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) ঢাকায় জাতীয় প্রেসক্লাবে ‘দুর্নীতির বিরুদ্ধে শেখ হাসিনা’ শীর্ষক আলোচনা সভা ও দৈনিক বঙ্গজননীর ২৬ বছর পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ খাদ্য, চিকিৎসা, স্বাস্থ্য, শিক্ষা, খেলাধুলাসহ বিভিন্ন ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন ঘটিয়েছে । এই উন্নয়নের অগ্রযাত্রা ধরে রাখতে হলে সকলকে একযোগে কাজ করতে হবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের ফলে দেশের অর্থনৈতিক ভিত অত্যন্ত শক্তিশালী অবস্থানে রয়েছে। এই অবস্থানকে আরও সুদৃঢ় করতে দেশের সকল পর্যায়ে দুর্নীতি রোধ করতে হবে।
এ সময় প্রতিমন্ত্রী ২০৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে গণমাধ্যমকর্মীসহ সকলকে আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
দৈনিক বঙ্গজননীর প্রকাশক কামরুজ্জামান জিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে দৈনিক বঙ্গজননীর প্রধান উপদেষ্টা সৈয়দা রোকেয়া বেগম, বাংলাদেশ কৃষি ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ ইসমাইল বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। দৈনিক বঙ্গজননীর প্রধান সম্পাদক আলী নিয়ামত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন।