সরকার ৪০ শতাংশ শিক্ষার্থীকে প্রযুক্তিগত শিক্ষা দিতে চায়: পরিকল্পনামন্ত্রী

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সিলেট
  • |
  • Font increase
  • Font Decrease

বৃত্তি প্রদান অনুষ্ঠানে বক্তব্যে দিচ্ছেন পরিকল্পনামন্ত্রী, ছবি: বার্তা২৪.কম

বৃত্তি প্রদান অনুষ্ঠানে বক্তব্যে দিচ্ছেন পরিকল্পনামন্ত্রী, ছবি: বার্তা২৪.কম

সরকার ৪০ শতাংশ শিক্ষার্থীকে প্রযুক্তিগত শিক্ষা দিতে চায় বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এম. এ. মান্নান। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকেল ৫ টায় সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, 'সরকারের লক্ষ্য দেশের বিভিন্ন স্থানে অনেকগুলো প্রযুক্তিগত শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা পল্লী উন্নয়নে অত্যন্ত আন্তরিকতার সাথে কাজ করছেন। এখন গ্রাম বাংলার ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে গেছে। স্বাস্থ্য সেবা এখন জনগণের হাতের নাগালে।'

বিজ্ঞাপন

সিলেটের বিমানবন্দরের কাজের অগ্রগতি নিয়ে পরিকল্পনামন্ত্রী আরও বলেন, 'সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণের কাজ আগামী এপ্রিল-মে মাসের মধ্যে শেষ হয়ে যাওয়ার কথা রয়েছে। এটি শেষ হয়ে গেলে বিমানবন্দরের সুযোগ সুবিধা বৃদ্ধির পাশাপাশি বিমানবন্দর সংলগ্ন এলাকার রাস্তা-ঘাটের কাজও অতিদ্রুত শেষ করা সম্ভব হবে।'

সিলেট চেম্বারের সভাপতি আবু তাহের মো. শোয়েব এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি শহিদ উল মুনীর, কাস্টমস এক্সাইজ এন্ড ভ্যাট কমিশনারেট সিলেটের কমিশনার গোলাম মোহাম্মদ মুনীর, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নাছির উল্লাহ্ খান, সিলেট চেম্বারের সিনিয়র সহ সভাপতি চন্দন সাহা, সহ সভাপতি তাহমিন আহমদ ও বৃত্তি সাব কমিটির আহ্বায়ক মো. সাহিদুর রহমান।

বিজ্ঞাপন

অুনষ্ঠানে গত বছরের পিএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ সাফল্য অর্জনকারী ৪৮ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়।