ওসমানী বিমানবন্দরে আড়াই কেজি স্বর্ণসহ যাত্রী আটক

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সিলেট
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আড়াই কেজি স্বর্ণসহ মুমিন উদ্দিন মামুন নামে এক যাত্রীকে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ। 

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকাল ৯টার দিকে তাকে আটক করা হয়। আটক মামুনের গ্রামের বাড়ি সিলেটের গোয়াইনঘাট উপজেলায়।

বিজ্ঞাপন

বিমানবন্দর কাস্টমসের উপ-কমিশনার সয়দুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দুবাই থেকে আসা বিজি ২৪৮ নং ফ্লাইটের যাত্রী ছিলেন মুমিন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মুমিনকে আটক করা হয়।

বিজ্ঞাপন

এসময় তার কাছ থেকে ২২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। বারগুলোর ওজন প্রায় আড়াই কেজি। যার বাজারমূল্য আনুমানিক এক কোটি টাকা।