সিলেটে সাড়ে ২৫ লাখ বই পাবে প্রাথমিক শিক্ষার্থীরা

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সিলেট
  • |
  • Font increase
  • Font Decrease

প্রাথমিক বিদ্যালয়গুলোতে পৌঁছে দেওয়া হচ্ছে বই, ছবি: বার্তা২৪.কম

প্রাথমিক বিদ্যালয়গুলোতে পৌঁছে দেওয়া হচ্ছে বই, ছবি: বার্তা২৪.কম

সারাদেশে মতো সিলেটেও আগামী ১ জানুয়ারি বই উৎসব পালিত হবে। ২০২০ শিক্ষাবর্ষের সিলেট জেলায় প্রাথমিকের প্রায় সাড়ে ৫ লাখ শিক্ষার্থী নতুন বই পাবে। তাদের হাতে তুলে দেওয়া হবে ২৫ লাখ ৭৭ হাজার বই।

জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, গত অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত পাঁচ দফায় সিলেট জেলার ১৩ উপজেলায় বই পৌঁছে গেছে। ২২ ডিসেম্বরের মধ্যে বাকি প্রাথমিক বিদ্যালয়গুলোতেও বই পৌঁছে যাবে।

বিজ্ঞাপন

সিলেট জেলা সহকারী শিক্ষা (প্রাথমিক) কর্মকর্তা মো. আব্দুল মুন্তাকিম জানান, সিলেট জেলায় বাংলা ভার্সনে ১ হাজার ৪৭০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ অন্যান্য মিলে মোট ২ হাজারেরও বেশি বিদ্যালয়ে প্রায় ৫ লাখ ৩২ হাজার শিক্ষার্থী এবং ইংরেজি ভার্সনের প্রায় ৬ হাজার শিক্ষার্থী রয়েছে। তাদের হাতে তুলে দেওয়া হবে ২৫ লাখ ৭৭ হাজার বই। কিছু বই রিজার্ভও রাখা হবে।

সিলেট নগরের জিন্দাবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পৌঁছে গেছে বই

সিলেট বিভাগীয় প্রাথমিক শিক্ষা অফিসার কিশলয় চক্রবর্তী জানান, ১ জানুয়ারি সকাল থেকে সিলেটের সবকটি বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হবে। এজন্য সকল প্রস্তুতি শেষ পর্যায়ে।

বিজ্ঞাপন

তবে সিলেটে বই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন কোন জায়গায় করা হবে তা এখনো নির্ধারণ করা হয়নি বলেও জানান তিনি।