ঘন কুয়াশায় কাঁঠালবাড়ি-শিমুলিয়ায় ফেরি চলাচল বন্ধ

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ফেরি চলাচল বন্ধ হওয়ায় ফেরিঘাটে বাসের দীর্ঘ সারি

ফেরি চলাচল বন্ধ হওয়ায় ফেরিঘাটে বাসের দীর্ঘ সারি

ঘন কুয়াশার কারণে মাদারীপুরের শিবচরের কাঁঠালবাড়ি ও মুন্সিগঞ্জের শিমুলিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ করে দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ।

বুধবার (২৫ ডিসেম্বর) রাত ১২টার দিকে ফেরি চলাচল বন্ধ করা হয়।

বিজ্ঞাপন

সরেজমিনে দেখা যায়, রাত বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার তীব্রতা বেড়ে যায়। পরে রাত ১২টার পর থেকে ফেরি চলাচল বন্ধ রাখে ঘাট কর্তৃপক্ষ। এ সময় দুই ঘাট থেকে ছেড়ে যাওয়া ৫টি ফেরি যানবাহন ও যাত্রী নিয়ে মাঝনদীতে আটকা পড়ে।

কাঁঠালিয়া ফেরিঘাটে পণ্যবাহী ট্রাক

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) বলছে, কয়েক দিন ধরে মধ্যরাতের পরে কুয়াশার তীব্রতা বেড়ে যাচ্ছে। এর ফলে গত ২/৩ দিন ধরে প্রতিদিনই রাত থেকে ভোর পর্যন্ত ভেরি চলাচল বন্ধ রাখা হচ্ছে।

বিজ্ঞাপন