মেয়াদোত্তীর্ণ কমিটি দিয়ে চলছে সিলেট মহানগর বিএনপি

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সিলেট
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

প্রায় ৮ মাস ধরে মেয়াদোত্তীর্ণ কমিটি দিয়ে চলছে সিলেট মহানগর বিএনপির কার্যক্রম। সেই সঙ্গে নগরের ২৭টি ওয়ার্ডে বিএনপির কমিটিরও মেয়াদ শেষ। এতে দলের সাংগঠনিক কর্মকাণ্ডে স্থবিরতা দেখা দিয়েছে। বেড়েছে দলীয় কোন্দল। কমিটির মেয়াদ শেষ হওয়া ও দলীয় কোন্দলের কারণে দলের একটি বড় অংশ দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ করছে না।

বিএনপি নেতারা জানিয়েছেন, সিলেট মহানগর বিএনপির কমিটির মেয়াদ শেষ হলেও শিগগিরই মহানগর বিএনপির নতুন কমিটি হওয়ার সম্ভবনা নেই।

জানা যায়, সিলেট মহানগর বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয় ২০১৬ সালের ৭ ফেব্রুয়ারি। সম্মেলনে মহানগর বিএনপির সভাপতি নির্বাচিত হন নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক হন বদরুজ্জামান সেলিম। সম্মেলনের প্রায় ১৪ মাস পর ২০১৭ সালের ২৬ এপ্রিল সিলেট মহানগর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়।

গঠনতন্ত্র অনুসারে, মহানগর বিএনপির কমিটিতে ১৫১ সদস্যের উল্লেখ থাকার কথা ছিল। তবে মহানগরের পূর্ণাঙ্গ কমিটি করা হয় ২৩১ সদস্যের। এর বাইরে সহ-সভাপতি পদমর্যাদার ৫০ জনকে উপদেষ্টা করা হয়।

মহানগর বিএনপির নেতারা জানান, ২৩১ সদস্যের কমিটির ১০০ জনও দলীয়ও কর্মসূচিতে সক্রিয় নন। নগরের ২৭টি ওয়ার্ডে বিএনপির কমিটির মেয়াদ শেষ। ওয়ার্ড পর্যায়ে হাতেগোনা কয়েকজন দলীয় কর্মসূচিতে সক্রিয়। মহানগর কমিটির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম দীর্ঘদিন ধরে দেশের বাইরে। শিগগিরই তিনি দেশে ফিরবেন না। তার অবর্তমানে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পাওয়া আজমল বক্ত সাদেকও দেশ ছেড়েছেন কয়েকমাস আগে। এখন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন অ্যাডভোকেট শামীম সিদ্দিকি।

সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেন বলেন, আমাদের কমিটি দীর্ঘদিন ধরে মেয়াদোত্তীর্ণ। তবে শিগগিরই মহানগর বিএনপির কমিটি হওয়ার সম্ভাবনা নেই। এ সংক্রান্ত কোনও প্রক্রিয়াই শুরু হয়নি।