সিলেটে বিএনপির বিক্ষোভ সমাবেশ

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সিলেট
  • |
  • Font increase
  • Font Decrease

সিলেট নগরের ঐতিহাসিক রেজিস্টারি মাঠে  বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি। ছবি: বার্তা২৪.কম

সিলেট নগরের ঐতিহাসিক রেজিস্টারি মাঠে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি। ছবি: বার্তা২৪.কম

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেটে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি।

সোমবার (৩০ ডিসেম্বর) দুপুর ১২টায় নগরের ঐতিহাসিক রেজিস্টারি মাঠে এ সমাবেশের আয়োজন করে জেলা ও মহানগর বিএনপি।

বিজ্ঞাপন

সমাবেশে বিএনপি নেতারা '৩০ ডিসেম্বর গণতন্ত্র হত্যা দিবস' উল্লেখ করে বলেন, ‘আওয়ামী লীগ সরকার জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। ২০১৮ সালের ৩০ ডিসেম্বর যে ভোট হওয়ার কথা ছিলো তা ২৯ ডিসেম্বর রাতেই শেষ হয়েছে। এই সরকারের উপর জনগণের কোনো আস্থা নেই। ভোট ডাকাতির মাধ্যমে ক্ষমতায় আসা এই সরকার দেশে লুটপাট করছে।’

সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদারের সভাপতিত্বে ও সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম সিদ্দিকীর পরিচালনায় সমাবেশে আরও বক্তব্য দেন- সিলেট জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী আহমদ, বিএনপি নেতা আব্দুল মান্নান, এমরান আহমদ চৌধুরী, কাইয়ুম চৌধুরী, ফরহাদ চৌধুরী শামীম, হুমায়ুন কবির শাহীন, সিলেট মহানগর যুবদলের আহ্বায়ক নজিবুর রহমান প্রমুখ।