বরিশাল বোর্ডে এগিয়ে বরগুনা পিছিয়ে ঝালকাঠি
বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় পাসের হার ৯৭ দশমিক ৫ শতাংশ। এরমধ্যে জিপিএ-৫ পেয়েছে চার হাজার ৯৪৮ জন শিক্ষার্থী। ফলাফলে বোর্ড সেরা হয়েছে বরগুনা জেলা। পিছিয়ে রয়েছে ঝালকাঠি জেলা।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ফলাফলের পরিসংখ্যান ঘোষণা করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন।
ফলাফলের পরিসংখ্যান অনুযায়ী জানা গেছে, এবছর বরিশাল বোর্ডে শীর্ষে থাকা বরগুনার জেলার পাসের হার ৯৮.১৮ শতাংশ। এ জেলায় ১৮৭টি স্কুলের ১১ হাজার ৭৯৬ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে পাস করেছে ১১ হাজার ৫৮১ জন। যার মধ্যে ছেলে ৫ হাজার ৩৯৩ ও মেয়ে ৬ হাজার ১৮৮ জন। মোট জিপিএ-৫ পেয়েছে ৫৩৬ জন, যার মধ্যে ১৬৮ জন ছেলে এবং ৩৭৮ জন মেয়ে।
দ্বিতীয় স্থানে থাকা ভোলা জেলায় পাসের হার ৯৭.৮২ শতাংশ। এ জেলায় ২৮৪ টি স্কুলের ২১ হাজার ১৫৫ জন অংশগ্রহণকারী পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ২০ হাজার ৬৯৪ জন। যার মধ্যে ছেলে ৯ হাজার ৪৯৪ জন ও মেয়ে ১১ হাজার ২০০ জন। মোট জিপিএ-৫ পেয়েছে ৭৭৫ জন।
তৃতীয় স্থানে থাকা বরিশাল জেলায় পাসের হার ৯৭.১৫ শতাংশ। এ জেলায় ৪৬২টি বিদ্যালয়ের ৩৬ হাজার ৪৪৩ জন অংশগ্রহণকারী পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৩৫ হাজার ৮৩০জন। যার মধ্যে ছেলে ১৬ হাজার ৫১ জন ও মেয়ে ১৯ হাজার ৭৭৯ জন। মোট জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ১৪৫ জন।
এছাড়াও চতুর্থ স্থানে থাকা পটুয়াখালী জেলায় পাসের হার ৯৭.১৪ শতাংশ। এ জেলায় ৩০৫টি বিদ্যালয়ের ২০ হাজার ১২৫ জন অংশগ্রহণকারী পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১৯ হাজার ৫৪৯ জন। যার মধ্যে ছেলে ৯ হাজার ৫০৯ জন ও মেয়ে ১০ হাজার ৪০ জন। মোট জিপিএ-৫ পেয়েছে ৬৪৭ জন।
পঞ্চম স্থানে রয়েছে পিরোজপুর জেলা, যেখানে পাসের হার ৯৫.৯২ শতাংশ। এ জেলায় ২৭৮টি বিদ্যালয়ের ১৪ হাজার ২৭৭ জন অংশগ্রহণকারী পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ১৩ হাজার ৬৯৫ জন। যার মধ্যে ছেলে ৫ হাজার ৯৪৩ জন ও মেয়ে ৭ হাজার ৭৫২ জন। এ জেলায় মোট জিপিএ-৫ পেয়েছে ৫৬৪ জন।
ষষ্ঠ স্থানে থাকা ঝালকাঠি জেলায় পাসের হার ৯৫ দশমিক ৯ শতাংশ । এ জেলায় ১৯৮টি বিদ্যালয়ের ৯ হাজার ৭৪৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। যার মধ্যে পাস করেছে ৯ হাজার ২৭০ জন। এরমধ্যে ছেলে ৪ হাজার ১৩১ জন ও মেয়ে ৫ হাজার ১৩৯ জন। মোট জিপিএ পেয়েছে ২৮১ জন।