সিলেটে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সিলেট
  • |
  • Font increase
  • Font Decrease

সিলেট জেলার মানচিত্র, ছবি: বার্তা২৪.কম

সিলেট জেলার মানচিত্র, ছবি: বার্তা২৪.কম

সিলেটের বিয়ানীবাজার উপজেলায় ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

শনিবার (৪ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় বিয়ানীবাজার পৌরশহরের কলেজ রোড ছাত্রলীগের রিভারবেল্ট ও স্বাধীন গ্রুপে সংঘর্ষে এই ঘটনা ঘটে। এতে ছাত্রলীগের ৪ নেতাকর্মী আহত হয়েছেন। আহতরা হলেন ফখরুল ইসলাম, মুরাদ আহমদ, আশরাফুল হক রুনু ও সালাহ উদ্দিন।

বিজ্ঞাপন

জানা গেছে, ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগের বিদ্যমান গ্রুপগুলো পৃথক কর্মসূচির আয়োজন করে। ছাত্রলীগের রিভারবেল্ট ও স্বাধীন গ্রুপ পৃথক কর্মসূচি উদযাপনের এক পর্যায়ে দুটি গ্রুপের নেতাকর্মীদের মধ্যে কলেজ রোডে প্রথমে ধাক্কাধাক্কি ও হাতাহাতি শুরু হয়।

এ সময় দু’গ্রুপের নেতাকর্মীরা বাকবিতণ্ডায় জড়িয়ে পড়লে তা সংঘর্ষে রূপ নেয়। পরে দু’গ্রুপের মধ্যে কলেজ রোড ও টিএন্ডটি রোডে দেশীয় অস্ত্রের মহড়া ও ইট-পাটকেল নিক্ষেপ শুরু হয়। সংঘর্ষ চলাকালে দু’গ্রুপের ৪ নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।

বিজ্ঞাপন

এ বিষয়ে যোগাযোগ করা হলে বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনী শংকরকে পাওয়া যায়নি।