ইয়াবাসহ তিন ফুটবলার আটক
চট্টগ্রাম ও ঢাকা থেকে সাড়ে সাত হাজার ইয়াবাসহ দুই বিদেশি ও এক দেশি ফুটবলারকে গ্রেফতার করেছে বাকলিয়া থানা পুলিশ।
গ্রেফতার হওয়া বাংলাদেশি ফুটবলার হলেন- মো. মাসুদ (২৪) এবং দুই বিদেশি ফুটবলার হলেন ঘানার নাগরিক ফ্রাঙ্ক ও রিচার্ড।
শুক্রবার (৩ জানুয়ারি) চট্টগ্রাম নগরের বাকলিয়া থানার শাহ আমানত সেতু এলাকা থেকে ইয়াবাসহ ঘানার দুই ফুটবলারকে গ্রেফতার করা হয়।
পরে তাদের দেওয়া তথ্যের ওপর ভিত্তি করে শনিবার (৪ জানুয়ারি) সকালে ঢাকা থেকে এক বাংলাদেশি ফুটবলারকে গ্রেফতার করা হয়।
তবে রাত সাড়ে ৭টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন বাকলিয়া থানার ওসি নেজাম উদ্দিন।
এ বিষয়ে চট্টগ্রামের বাকলিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) নেজাম উদ্দিন জানান, শুক্রবার রাতে শাহ আমানত সেতু এলাকায় নিয়মিত তল্লাশির সময় সাড়ে সাত হাজার পিস ইয়াবাসহ ফ্রাঙ্ক ও রিচার্ডকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সকালে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে দেশি ফুটবলার মাসুদকে গ্রেফতার করা হয়। ইয়াবাসহ গ্রেফতার এই তিন ফুটবলারকে বিকেলে চট্টগ্রামের একটি আদালতে তুলে তিন দিনের রিমান্ড চাওয়া হয়েছে।