বরিশালে বাড়ছে শীতের তীব্রতা
মাঝারি শৈত্যপ্রবাহের প্রভাবে বরিশালে জেঁকে বসেছে শীত। জেলার ওপর দিয়ে বইছে হিমেল হাওয়া। ফলে শীতের তীব্রতা বেড়েছে কয়েকগুণ। এতে মানুষের জনজীবনে নেমে এসেছে দুর্ভোগ। মৃদু বাতাসের কারণে সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হচ্ছেন বৃদ্ধ ও শিশুরা।
মঙ্গলবার (৭ জানুয়ারি) সকালে বরিশালে শীতের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস আর বাতাসের গতিবেগ ৪ কিলোমিটার।
যা গত ২৪ ঘণ্টার তুলনায় তাপমাত্রা কমে অর্ধেকে নেমে এসেছে বলে বার্তা২৪.কমকে জানিয়েছেন বরিশাল আবহাওয়া অফিসের পর্যবেক্ষক নাছির উদ্দিন।
তিনি বলেন, দেশে মাঝারি শৈত্য প্রবাহের প্রভাবে দক্ষিণাঞ্চলে বেড়েছে শীতের প্রকোপ। সাধারণত বৃষ্টি শেষ হওয়ার পর থেকে বাতাসের গতিবেগ বেড়েছে। এ হিমেল হাওয়ার কারণে শীতের প্রকোপ বেড়ে যাচ্ছে। রাতে তাপমাত্রা আরো কমতে পারে বলেও জানান এই পর্যবেক্ষক।
নগরী ঘুরে দেখা গেছে, শীতে মানুষ রীতিমতো জবুথবু। গায়ে গরম কাপড় ও টুপি পরে তারা শীতের দাপট থেকে রক্ষা পাওয়ার চেষ্টা করছেন।
গতকাল সোমবার (৬ জানুয়ারি) বরিশালের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছিলো ২২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।