বরিশালে ‘বিশেষ কম্বিং অপারেশন’ শুরু

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বরিশাল
  • |
  • Font increase
  • Font Decrease

বরিশালে ‘বিশেষ কম্বিং অপারেশন’ শুরু

বরিশালে ‘বিশেষ কম্বিং অপারেশন’ শুরু

বরিশালে শুরু হয়েছে প্রথম ধাপের মৎস্যসম্পদ ধ্বংসকারী বেহুন্দি ও অন্যান্য অবৈধ জাল নির্মূলে ‘বিশেষ কম্বিং অপারেশন’ অভিযান।

মঙ্গলবার (৭ জানুয়ারি) সকালে বরিশালের কীর্তনখোলা নদী থেকে কোস্টগার্ড ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় জেলা মৎস্য অফিস এই অভিযান শুরু করে।

বিজ্ঞাপন

জানা গেছে, বরিশাল জেলার বিভিন্ন উপজেলায় ১২টি অভিযান ও ৫টি মোবাইল কোর্ট পরিচালনা করে ১৩টি বেহুন্দি জাল, ৩১ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ২০টি অন্যান্য জাল আটক করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে ।

এছাড়াও অভিযানে ২৫০ কেজি জাটকা এবং ১৫ কেজি অন্যান্য মাছ জব্দ করে স্থানীয় বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়।

বিজ্ঞাপন

অভিযানের সত্যতা স্বীকার করে বরিশাল জেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ আবু সাইদ বার্তা২৪.কম-কে জানান. মৎস্য অধিদফতরের সিদ্ধান্ত অনুসারে চলমান জাটকা রক্ষা কার্যক্রমকে আরও কার্যকর করতে অন্যান্য সামুদ্রিক প্রজাতির মাছের ডিম, লাভা ও পোনা রক্ষায় এ অভিযান পরিচালনা করা হচ্ছে।

অবৈধ জাল নির্মূলে প্রথম ধাপের অভিযান চলবে আগামী ১৩ জানুয়ারি পর্যন্ত। দ্বিতীয় ধাপের অভিযান আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হয়ে চলবে ২৮ জানুয়ারি পর্যন্ত ।

তিনি আরও জানান, দেশের ১৩টি জেলায় এ অভিযান চলবে। জেলাগুলো হলো ভোলা, পটুয়াখালী, নোয়াখালী, চাঁদপুর, কক্সবাজার, চট্টগ্রাম, বরিশাল, খুলনা, বরগুনা, বাগেরহাট, সাতক্ষীরা, মুন্সিগঞ্জ ও পিরোজপুর। এ অভিযানে জেলা ও উপজেলা প্রশাসন, নৌ-পুলিশ, কোস্টগার্ডসহ মৎস্য বিভাগের কর্মকর্তারা অংশ নেন।

মৎস্য সংরক্ষণ আইন-১৯৫০ অনুযায়ী উপকূলীয় বেহুন্দি জাল ও কারেন্ট জাল দিয়ে সারা বছর দেশের সব নদী ও উপকূলীয় এলাকায় মাছ আহরণ নিষিদ্ধ করা হয়েছে। অবৈধ জাল ব্যবহারকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান এই কর্মকর্তা ।