ময়মনসিংহে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ময়মনসিংহ
  • |
  • Font increase
  • Font Decrease

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত/ছবি: বার্তা২৪.কম

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত/ছবি: বার্তা২৪.কম

ময়মনসিংহে বিভাগীয় পর্যায়ে “বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০১৯” এবং “বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০১৯” এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ জানুয়ারি) বিকেলে ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে খেলা শেষে খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

বিজ্ঞাপন

প্রাথমিক শিক্ষার ময়মনসিংহ বিভাগীয় উপপরিচালক মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী শরীফ আহমেদ। এ সময় বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার খোন্দকার মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত ডিআইজি ড. আক্কাস উদ্দিন ভুঁইয়া, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শফিউল হক ও ময়মনসিংহ পিটিআই'র সুপারিন্টেন্ডেন্ট রকিবুল ইসলাম তালুকদার।

বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে জামালপুর সদরের মাইনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার কে.কে সরকারি প্রাথমিক বিদ্যালয় ।

বিজ্ঞাপন

অপরদিকে, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে শেরপুর সদরের জংগলদী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৫-০ গোলে হারিয়ে ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার বাট্টা ভাটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে।

খেলা শেষে বিজয়ীদের মাঝে ট্রফি ও প্রাইজমানি তুলে দেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী শরীফ আহমেদসহ অতিথিরা। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দলকে ৫০ হাজার, রানার আপ দলকে ৩০ হাজার ও তৃতীয় স্থান অধিকারী দলকে ২০ হাজার টাকা দেয়া হয়।