যুবাদের বিশ্বকাপ জয়ে ময়মনসিংহে আনন্দের ঢেউ

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ময়মনসিংহ
  • |
  • Font increase
  • Font Decrease

যুবাদের বিশ্বকাপ জয়ে ময়মনসিংহে আনন্দের ঢেউ

যুবাদের বিশ্বকাপ জয়ে ময়মনসিংহে আনন্দের ঢেউ

শ্বাসরুদ্ধকর একটি জয়। বাংলাদেশের বিশ্বকাপ জয়। যেকোনো ধরনের ক্রিকেটে প্রথমবারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হলো টাইগাররা। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে শিরোপা জয় করে ইতিহাস গড়ল বাংলার যুবারা।

জুনিয়র টাইগারদের এমন জয়ে উল্লাসে ফেটে পড়েছেন ময়মনসিংহের ক্রিকেট ভক্তরা। ময়মনসিংহের ছেলে রাকিবুল হাসানের ব্যাটে উইনিং রানের সঙ্গে সঙ্গে নগরের বিভিন্ন রাস্তায় নেমে পড়ে ক্রিকেটপ্রেমীরা।

বিজ্ঞাপন

রোববার (৯ ফেব্রুয়ারি) রাতে নগরের কাচিঝুলি, টাউনহল, গাঙ্গিনারপাড়সহ বিভিন্ন এলাকায় নানা বয়সের লোকেদের একসঙ্গে মিছিল করতে দেখা যায়। মিছিলের অগ্রভাবে দেখা গেছে ক্ষুদে ক্রিকেট ভক্তদের।

এ সময় তাদের মুখে ‘টাইগার-টাইগার, বাংলাদেশ-বাংলাদেশ’ স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে এলাকাগুলো।

বিজ্ঞাপন

মিছিলে অংশ নেওয়া মাহমুদুল হাসান নামে একজন বলেন, ‘নতুন প্রজন্ম আরও অনেক অনেক শিরোপা উপহার দিবে আমাদেরকে। বিশ্বমঞ্চে আজকের শিরোপা জয়ের মাধ্যমে এমন বার্তাই তারা বিশ্ববাসীকে দিয়েছেন। কেবল শুরু হল, শেষ নয়।’