কুমিল্লায় মাহমুদুল হাসান জয়কে গণসংবর্ধনা



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুমিল্লা
ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

কুমিল্লার বুড়িচংয়ে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ জয়ী ক্রিকেটার মাহমুদুল হাসান জয়কে গণসংবর্ধনা দেওয়া হয়েছে।

সংবর্ধনা অনুষ্ঠানে সাবেক আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু বলেছেন, অনূর্ধ্ব-১৯ যুব ক্রিকেট বিশ্বকাপ জয়ী ক্রিকেটার মাহমুদুল হাসান জয় একদিন বিশ্বসেরা এবং অনেক বড় খেলোয়াড় হবে। জয় ভবিষ্যতে ম্যারাডোনা, পেলের মতো সম্মানিত খেলোয়ার হয়ে দেশকে বিশ্ববাসীর নিকট সুসম্মানিত করবে। সাকিব আল হাসান ও মাহমুদুল হাসান জয়দের জন্য আমাদের গর্ব হয়। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সম্পদ খেলোয়াড়দের প্রতি বিশেষ নজর রাখছেন।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বুড়িচং উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ আয়োজিত অনুর্ধ্ব-১৯ যুব বিশ্বকাপ জয়ী ক্রিকেটার মাহমুদুল হাসান জয়ের গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা পরিষদ হল রুমে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এদিকে, এদিন দুপুরে উপজেলার রাজাপুর ইউনিয়নের নিজ জন্ম ভূমি উত্তরগ্রাম বাসীর উদ্যোগে গণসংবর্ধনায় ফুলে ফুলে সিক্ত হয় জয়।

উপজেলা হল রুমের সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরুল হাসান। এতে সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্বজয়ী খেলোয়াড় মাহমুদুল হাসান জয়। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো.মাইন উদ্দিন, উপজেলা চেয়ারম্যান আখলাক হায়দার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড.আবুল হাসেম খাঁন প্রমুখ।

এছাড়া জয়ের গ্রামের বাড়ি উত্তরগ্রামে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী ও জয়ের নানা ইঞ্জিনিয়ার ইদ্রিস মেহেদী, ইউপি চেয়ারম্যান মো. গোলাম মোস্তফা প্রমুখ।

উল্লেখ্য, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ের আগে সেমিফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। ওই ম্যাচে দুর্দান্ত এক সেঞ্চুরি করে বাংলাদেশকে ফাইনালে নিয়ে যান টপ অর্ডার ব্যাটসম্যান মাহমুদুল হাসান জয়। যার সুবাদে ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ।

করমুক্ত আয়সীমা সাড়ে তিন লাখ টাকা করার সুপারিশ সিপিডির



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

মূল্যস্ফীতির চাপ সামলাতে আগামী অর্থবছরের বাজেটে করমুক্ত আয়সীমা ৫০ হাজার টাকা বৃদ্ধি করে সাড়ে তিন লাখ টাকা করা এবং সরকারি ও বেসরকারি পর্যায়ে কর্মরত নিম্ন আয়ের মানুষের জন্য ‘বিশেষ ইনক্রিমেন্ট’ চালুর প্রস্তাব করেছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।

সোমবার রাজধানীর ধানমন্ডিতে নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সিপিডি ২০২৩-২৪ অর্থবছরের বাজেটের জন্য সুপারিশমালা উপস্থাপন করে। সংস্থার নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন লিখিত সুপারিশমালা তুলে ধরেন।

ফাহমিদা খাতুন বলেন, নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি বিশেষ করে খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধির কারণে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা কমে গেছে। তাই মূল্যস্ফীতির চাপ সামলাতে আগামী বাজেটে করমুক্ত আয়সীমা সাড়ে তিন লাখ টাকা করার সুপারিশ করছি।এ ছাড়া নিম্ন আয়ের মানুষের জন্য সরকারের খাদ্য সহায়তা বাড়াতে খোলা বাজারে বিক্রি (ওএমএস) কর্মসূচি সম্প্রসারণের সুপারিশ করেন তিনি।

সংস্থার গবেষণা পরিচালক ড. খন্দকার মোয়াজ্জেম হোসেন বলেন, মূল্যস্ফীতি বিশেষ করে খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রেক্ষিতে সরকারি ও বেসরকারি পর্যায়ে কর্মরত নিম্ন আয়ের মানুষের জন্য ‘বিশেষ ইনক্রিমেন্ট’ চালু করার প্রয়োজন। তিনি বলেন, নিম্ন আয়ের মানুষের ইনক্রিমেন্ট দরকার। সেটা ঈদকে সামনে রেখে হতে পারে।

ফাহমিদা খাতুন বলেন, রাজস্ব কাঠামোয় প্রয়োজনীয় সংস্কার না হওয়ায় প্রত্যাশিত রাজস্ব আহরণ করা যাচ্ছে না। রাজস্ব আয়ের নির্ধারিত লক্ষ্যমাত্রাও অর্জিত হচ্ছে না। ফলে সরকারকে অনেক ব্যয়ের ক্ষেত্রে কাটছাট করতে হচ্ছে। তিনি রাজস্ব ব্যবস্থা সংস্কারের উপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য রাজস্ব নীতি ও মুদ্রানীতির মধ্যে সমন্বয় খুব জরুরি। আগামী বাজেটে আশা করি আমরা সেটা দেখতে পাবো।

তিনি আরও বলেন, আগামী বাজেট অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা আগামীবছর নির্বাচন অনুষ্ঠিত হবে। তাই ভর্তুকি ও সরকারের ব্যয় ব্যবস্থাপনা যেন যৌক্তিকভাবে করা হয়।

ফাহমিদা খাতুন ব্যাংকিং খাতে তারল্যের সংকট রয়েছে উল্লেখ করে বলেন, তারল্য সরবরাহ বাড়াতে হবে। তিনি অভিযোগ করেন, বৈশ্বিক পর্যায়ে অনেক পণ্যের দাম কমলেও দেশের অভ্যন্তরে এর প্রভাব নেই। সরকারকে এ বিষয়ে আরও নজর দেওয়ার জন্য তিনি অনুরোধ জানান।

;

স্বাস্থ্য পরীক্ষার জন্য বিকেলে সিঙ্গাপুর যাচ্ছেন রাষ্ট্রপতি



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ

  • Font increase
  • Font Decrease

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ স্বাস্থ্য পরীক্ষার জন্য আট দিনের সফরে মঙ্গলবার সিঙ্গাপুর যাচ্ছেন।

রাষ্ট্রপতিকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি বিমান (ফ্লাইট নং বিজি-৫৮৪) মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করবে।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বাসসকে একথা জানান।

সিঙ্গাপুরে আবদুল হামিদের আটদিনের সফরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা এবং সিঙ্গাপুর ন্যাশনাল আই সেন্টারে চোখের চিকিৎসা করার কথা রয়েছে।

রাষ্ট্রপতি ৫ এপ্রিল দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

;

মাওয়া-ভাঙ্গা রেলপথে বিশেষ ট্রেন চলবে আগামী সপ্তাহে



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
মাওয়া-ভাঙ্গা রেলপথে বিশেষ ট্রেন চলবে আগামী সপ্তাহে

মাওয়া-ভাঙ্গা রেলপথে বিশেষ ট্রেন চলবে আগামী সপ্তাহে

  • Font increase
  • Font Decrease

বাংলাদেশ রেলওয়ে আগামী সপ্তাহে পদ্মা সেতুর মাওয়া-ভাঙ্গা সংযোগ রেলপথে একটি বিশেষ ট্রেন পরীক্ষামূলকভাবে চালানোর পরিকল্পনা করছে।

পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের প্রকল্প পরিচালক আফজাল হোসেন বলেন, আমরা আশা করছি আগামী সপ্তাহে পদ্মা বহুমুখী সেতু হয়ে মাওয়া থেকে ভাঙ্গা পর্যন্ত বিশেষ ট্রেন পরীক্ষামূলকভাবে চালানো হবে।

তিনি বলেন, এর আগে ফরিদপুরের ভাঙ্গা থেকে শরীয়তপুরের পদ্মা সেতু সংযোগ রেলপথে একটি ট্রেন পরীক্ষামূলকভাবে চালানো হয়েছিল।

আফজাল বলেন, প্রকল্পটি জুন, ২০২৪ সালের মধ্যে বাস্তবায়িত হবে। আমরা ইতিমধ্যে মাওয়া থেকে ভাঙ্গা পর্যন্ত ৯৯ শতাংশ কাজ শেষ করেছি। রেল সংযোগ নির্মাণের কাজ দ্রুত এগিয়ে চলছে।

তিনি আরও বলেন, ফাস্ট ট্র্যাক প্রকল্পের আওতায় বাংলাদেশ রেলওয়ে ৩৯ হাজার ২৪৬ কোটি ৭৯ লাখ টাকায় ১৬৯ কিলোমিটার রেললাইন দিয়ে যশোরের সঙ্গে রাজধানীর সংযোগ স্থাপনের প্রকল্প বাস্তবায়ন করছে।

প্রকল্পের বিবরণ অনুযায়ী, চীনের এক্সিম ব্যাংক ২১ হাজার ৩৬ কোটি ৭০ লাখ টাকা ঋণ দেবে। চীন সরকার মনোনীত ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেড চায়না জিটুজি সিস্টেমের আওতায় প্রকল্পটি বাস্তবায়ন করছে।

প্রকল্পটি সম্পন্ন করার পর, রেল যোগাযোগ ব্যবস্থায় দেশের মধ্য ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে রাজধানী ঢাকা এবং পদ্মা সেতুর মাধ্যমে মুন্সীগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর ও নড়াইল জেলার নতুন এলাকাজুড়ে যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে। প্রকল্পটির মাধ্যমে ঢাকা-যশোর-খুলনার মধ্যে ২১২.০৫ কিলোমিটার সংক্ষিপ্ত রুট এবং উন্নত পরিচালন সুবিধার বিকল্প রেলপথ সংযোগ স্থাপিত হবে। এটি বাংলাদেশে ট্রান্স-এশিয়ান রেলওয়ে নেটওয়ার্কের আরেকটি সাব-রুট স্থাপন এবং জাতীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক মালবাহী এবং বিজি কন্টেননার ট্রেন পরিষেবা চালু করবে। এই রুটটি কন্টেইনার পরিবহনের ক্ষেত্রে গতি এবং লোড সীমাবদ্ধতা থেকে মুক্ত হবে।

সরকার ২০১৬ সালের মার্চ মাসে ঢাকা থেকে যশোর পর্যন্ত ১৬৯ কিলোমিটার রেলপথ নির্মাণের অনুমোদন দেয় এবং এটি একটি ফাস্ট ট্র্যাক প্রকল্প হিসাবে তালিকাভুক্ত হয়।

;

স্বার্থহানির আশঙ্কায় নতুন কারিকুলামের বিরোধিতা: শিক্ষামন্ত্রী



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

  • Font increase
  • Font Decrease

নিজেদের স্বার্থহানির আশঙ্কায় কেউ কেউ নতুন কারিকুলামের বিরোধিতা করছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

তিনি বলেন, কেউ কেউ বিরোধিতার জন্য বিরোধিতা করছে। এর মধ্যে বিরোধী রাজনৈতিক দল, কিছু ধর্মীয় দল, কোচিং ব্যবসায় জড়িতসহ নোট ও গাইড বই ব্যবসায় জড়িতরা নিজেদের স্বার্থহানির আশঙ্কায় এই কারিকুলামের বিরোধিতা করছে।

সোমবার (২৭ মার্চ) আশুলিয়ার ব্রাক সিডিএম সেন্টারে নতুন শিক্ষাক্রমের ৬ষ্ঠ ও ৭ম শ্রেণির পাঠ্যপুস্তক পরিমার্জনে লেখকদের নিয়ে ৫ দিনব্যাপী কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, দুই'শ বছর ধরে আমরা প্রশ্ন ও উত্তর প্রদান নির্ভর শিক্ষা ব্যবস্থায় অভ্যস্ত হয়েছিলাম, যার ফলে মুখস্ত বিদ্যার প্রচলন হয়েছে। মুখস্ত বিদ্যা মনে থাকে না।

তিনি আরও বলেন, আমাদের শিক্ষাকে অনন্দময় করা এবং শিক্ষার্থীদের ভাবতে শিখানো ,বিশ্লেষণ করতে শিখানো, সবাই মিলে করা এই সমস্ত কিছু নতুন শিক্ষা ক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের শিখানো হবে। শিক্ষার্থীরা এই ব্যবস্থায় খুশি। শিক্ষকদের একটা বড় অংশ খুশি।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. ফাহাদুল ইসলাম, ডক্টর জাফর ইকবাল, আবুল মোমেন,ডক্টর স্বরোচিষ সরকার, ডক্টর নারায়ণ চন্দ্র বিশ্বাসসহ সংশ্লিষ্ট লেখক বৃন্দ।

;