বরিশালে তিন দিনব্যাপী জীবনানন্দ মেলা

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বরিশাল
  • |
  • Font increase
  • Font Decrease

জীবনানন্দ মেলা উদ্বোধন, ছবি: বার্তা২৪.কম

জীবনানন্দ মেলা উদ্বোধন, ছবি: বার্তা২৪.কম

বরিশালে শুরু হয়েছে তিন দিনব্যাপী জীবনানন্দ মেলা। রোববার (১৬ ফেব্রুয়ারি ) বেলা ১১টায় 'তোমরা স্বপ্নের ঘরে চলে এসো-এখানে মুছিয়া যাবে হৃদয়ের ব্যথা' জীবনানন্দ দাশের এ কবিতার বাণী নিয়ে বরিশাল সরকারী ব্রজমোহন (বিএম ) কলেজ ক্যাম্পাসে শুরু হয় এ মেলা।

প্রধান অতিথি হিসেবে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিএম কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. গোলাম কিবরিয়া। এসময় বিএম কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক মো. আল আমিন সরোয়ার, বরিশাল উদীচীর সভাপতি সাংবাদিক সাইফুর রহমান মিরন, বিএম কলেজ ইংরেজি বিভাগের প্রভাষক সংগীতা হালদার, শিক্ষক পরিষদের যুগ্ম সম্পাদক কাজী রফিকুল ইসলাম ও বিএম কলেজ সাংস্কৃতিক সংগঠন উত্তরণের সভাপতি মো. জুবায়ের হোসেন শাহেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

জানা গেছে, প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা প্রাঙ্গণ সকলের জন্য উন্মুক্ত থাকবে। এছাড়াও মেলায় ৩০ স্টলসহ কবি জীবনানন্দ দাস নামে একটি প্যাভিলিয়ন রয়েছে।