রাজশাহীতে স্টেডিয়ামে অবৈধ বিদ্যুৎ সংযোগ, নেসকো’র মামলা

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাজশাহী
  • |
  • Font increase
  • Font Decrease

রাজশাহী জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়াম, ছবি: বার্তা২৪.কম

রাজশাহী জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়াম, ছবি: বার্তা২৪.কম

রাজশাহী জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অবৈধ বিদ্যুৎ সংযোগ দিয়ে ফ্লাডলাইট জ্বালানোর অভিযোগ উঠেছে। এনিয়ে শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে বিদ্যুৎ আদালতে মামলা দায়ের করা হয়েছে। মামলায় রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদককে আসামি করা হয়।

রোববার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেডের (নেসকো) রাজশাহীর সহকারী প্রকৌশলী অসিত পোদ্দা বার্তা২৪.কম-কে জানান, নেসকো সম্প্রতি নগরীর বিভিন্ন এলাকায় অবৈধ বিদ্যুৎ সংযোগের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) জেলা মুক্তিযুদ্ধ স্টেডিয়াম এলাকায় অভিযান চালানো হয়। সেসময় স্টেডিয়াম কর্তৃপক্ষের অবৈধ বিদ্যুৎ সংযোগ ব্যবহারের বিষয়টি ধরা পড়ে। পরে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘যেহেতু স্টেডিয়ামটি জেলা ক্রীড়া সংস্থা পরিচালনা করে, তাই সংস্থার সাধারণ সম্পাদক রাফিউস শামস প্যাডীকে আসামি করে বিদ্যুৎ আদালতে নেসকো’র পক্ষ থেকে মামলা দায়ের করেছি। আসামিকে দ্রুত সমন পাঠিয়ে বক্তব্য চাইবে আদালত।’

বিদ্যুৎ আদালত সূত্রে জানা গেছে, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রাফিউস শামসের বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধির ৬৮ ধারার ৩২ ও ৩৮ উপ-ধারা লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। অভিযোগটি আমলে নিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদ-উদ-দৌলা আগামী ৪ মার্চ আসামিকে আদালতে সশরীরে অথবা প্রতিনিধির মাধ্যমে জবাব দিতে নির্দেশ দিয়েছেন।

বিজ্ঞাপন

তবে স্টেডিয়ামে কোনো অবৈধ সংযোগ নেই বলে দাবি করেছে জেলা ক্রীড়া সংস্থা। রোববার (১৬ ফেব্রুয়ারি) সংস্থার সাধারণ সম্পাদক রাফিউস শামস প্যাডি বলেন, ‘স্টেডিয়ামের যথেষ্ট টাকা আছে, চুরি কেন করবো! কোনো কোনো মাসে আমরা এক লাখ টাকার ওপরেও বিদ্যুৎ বিল দেই।’

তিনি আরও বলেন, ‘যারা অভিযোগ করেছেন- তারা নিশ্চয় জানেন, চুরি করা সংযোগে ফ্লাডলাইট চলবে না, লাইট পুড়ে যায়। এজন্য আমাদের বিদ্যুতের নিজস্ব সাব-স্টেশনও আছে। আমাকে সমন জারি করে জবাব দিতে বলা হয়েছে। অবশ্যই যথাযথ জবাব দেওয়া হবে।’