পুষ্পমেলায় ফাগুন হাওয়ায় দুলছে ৫০০ প্রজাতির ফুল



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাজশাহী
পুষ্পমেলায় ঘুরছেন এক দম্পতি, ছবি: বার্তা২৪.কম

পুষ্পমেলায় ঘুরছেন এক দম্পতি, ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

প্রকৃতিতে বইছে ফাগুনের হাওয়া। ঝিরি ঝিরি বাতাসে দুলছে ৫০০ প্রজাতির ফুল। কাঁটায় ভরা ক্যাকটাস থেকে লাল টুকটুকে গোলাপ, সবই মিলছে একই স্থানে। রাজশাহী নগরীর মনিবাজার চত্বরে পাঁচ দিনব্যাপী পুষ্পমেলায় অজস্র ফুলের সমাহার দৃষ্টি কাড়ছে নগরবাসীর।

ফুলপ্রেমীরা মেলায় আসছেন, কিনছেন ফুলসহ পছন্দের গাছটিও। বাড়ির ছাদ বা বেলকনির টবে সযত্নে ঠাঁই পাবে তা। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত চলছে মেলা। দিনে স্বাভাবিক ভিড় থাকলেও দুপুর গড়িয়ে বিকেল হলে মেলাপ্রাঙ্গণে বাড়ছে ভিড়। সন্ধ্যার পর হয়ে পড়ছে জনাকীর্ণ। যেন পুষ্পমেলায় উড়ছে ‘মানবভ্রমর’!

স্টল ঘুরে দেখছেন ফুলপ্রেমীরা

পহেলা ফাল্গুনে ঋতুরাজ বসন্তের আগমনের দিনে বসেছে পুষ্পমেলা। রাজশাহীর বৈকালী সংঘ মেলার আয়োজক। পৃষ্ঠপোষকতা করছে ওয়ান ব্যাংক লিমিটেড। বৈকালী সংঘ প্রতিবছরই এই মেলার আয়োজন করে থাকে। এবারের আয়োজন ১৫তম। তবে পহেলা ফাল্গুন এবং ভালোবাসা দিবসে শুরু হওয়ায় এবারের মেলার আকর্ষণ ভিন্ন। আগামী ১৮ ফেব্রুয়ারি মেলা শেষ হবে।

আয়োজক সূত্রে জানা গেছে, এবছর মেলায় অংশ নিয়েছে ২৪টি স্টল। তারা সমাহার ঘটিয়েছে ৫০০ প্রজাতির দেশি-বিদেশি ফুলের। শুধু গোলাপেরই রয়েছে ২৫০টি প্রজাতি। এছাড়া গাঁদা, সূর্যমুখী, ডালিয়া, রজনীগন্ধা, চন্দ্রমল্লিকা, সাদাপাপড়িসহ ডালিয়া, ক্যানচো, ইনসেফিয়া, পেঞ্জি, পানচাটিয়া, পিটুনিয়া, ইফোরভিয়া, স্টোক, ড্যানথাস, ন্যাশটেশিয়াম, ভারবেনা, কসমস, জিপসি, কানেসান, সিনারিয়া, লিলিয়ামের মতো দেশি-বিদেশি নানা প্রজাতির শত শত ফুল এখন মেলা প্রাঙ্গণ দুলছে বসন্ত বাতাসে।

ফাগুন হাওয়ায় দুলছে বিভিন্ন প্রজাতির ফুল

রোববার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এবং সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে মেলা প্রাঙ্গণে গিয়ে দেখা যায় উপচেপড়া ভিড়। সোমবার সকালে দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া মেয়েকে নিয়ে মেলায় এসেছিলেন গোলাপপ্রেমী বিপাশা চৌধুরী। নগরীর টিকপাড়া এলাকায় এই গৃহিণীর বাড়ি।

তিনি জানান, আগের দিন রোববারও তিনি মেলায় গিয়েছিলেন। ৮ প্রজাতির ফুলের গাছ কিনে নিয়ে গেছেন। সোমবার সকালে বাচ্চার স্কুল শেষে আবার এসেছে। এবার কিনবেন শুধু গোলাপ ফুলের গাছ।

গৃহিণী বিপাশা বলেন, ‘আমার বাড়ির ছাদে ৩২ প্রজাতির গোলাপ রয়েছে। বিভিন্ন প্রজাতির গোলাপ ফুলের গাছ লাগিয়ে ছাদবাগান সমৃদ্ধ করা আমার নেশা হয়ে গেছে। প্রতিবছর মেলা থেকেই নতুন প্রজাতির গোলাপ কিনি। এবার নতুন প্রজাতির মধ্যে সবুজ গোলাপ কিনব।’

পুষ্পমেলায় নারী দর্শনার্থী

মেলায় ঘুরছিলেন রাজশাহী বক্ষব্যাধি হাসপাতালের সাবেক তত্ত্বাবধায়ক ডা. মনিরুল হক ও তার স্ত্রী অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা শিরিন সুলতানা। এই দম্পতি জানান, ১৩ বছর ধরে তারা ছাদবাগান করেন। প্রতিবছরই এ মেলায় এসে নতুন নতুন প্রজাতির ফুলগাছ সংগ্রহ করেন। এবারও বেশকিছু ফুলগাছ কিনতে এসেছেন।

অনুভূতির কথা বলতে গিয়ে ডা. মনিরুল হক বলেন, ‘রাজশাহীতে একসঙ্গে এতো ফুলের সমাহার আর কোথাও হয় না। মেলায় আসলেই চোখ জুড়িয়ে যায়। সুবাসে মন বিমোহিত হয়। সত্যি অসাধারণ!’

এদিকে, মেলায় প্রথম দু’দিনে ভালো বিক্রি হলেও তৃতীয় ও চতুর্থ দিনে বেচাকেনা কম বলছেন স্টল মালিকরা। মেলায় স্টল বসিয়েছেন মেসার্স মায়ের দোয়া নার্সারি। তাদের স্টলে প্রায় ৪০০ প্রজাতির ফুলগাছ রয়েছে। এর মধ্যে গোলাপই আছে ১৩৬ প্রজাতির।

মেলায় রয়েছে বিভিন্ন প্রজাতির গাছ

নার্সারির বিক্রয়কর্মী রনি আহমেদ বলেন, ‘সকালের দিকে মেলায় বেশি আসছে ছাত্র-ছাত্রীরা। তারা ঘুরছে, দেখছে; কিনছে কম। তবে বিকেলের পর যারা আসছেন, তারা গাছ কিনছেনও।’

‘আহম্মেদ ভিলা নার্সারি’ শুধু গোলাপেরই প্রজাতি এনেছে ২০০টি। এই স্টলের বিক্রয়কর্মী রাজু আহমেদ বলেন, ‘আমাদের গড়ে প্রতিদিন প্রায় ২০ হাজার টাকার ফুলগাছ বিক্রি করছি।’

আর ফাল্গুনি নার্সারির মালিক আবদুল বারী জানালেন, ‘তার বিক্রি দৈনিক ১০ হাজার টাকা।’

পুষ্পমেলায় সন্তান নিয়ে এক দম্পতি

মেলায় স্টল দিয়েছে ফুলগাছ ছাড়াও গাছের বীজ, সার, কীটনাশক এবং টব বিক্রির দোকানও। সম্রাট নার্সারি অ্যান্ড বীজ ভাণ্ডার এমন স্টলই দিয়েছেন। এর মালিক এমএ সালাম জানান, তার দোকানে রাসায়নিক ও কীটনাশক সার রয়েছে। কেঁচো কম্পোস্ট সারও আছে। আছে ফুল গাছের বীজও। তারও বিক্রি চলছে বেশ ভালো।

আয়োজক বৈকালী সংঘের সভাপতি মনিরুজ্জামান ছানা জানান, নতুন প্রজন্মকে হাজারো প্রজাতির ফুলের সঙ্গে পরিচয় করিয়ে দিতে এই মেলার আয়োজন। এর সঙ্গে থাকছে শিশুদের আবৃত্তি, চিত্রাঙ্কন, নৃত্য, দেশের গান ও ছড়ার প্রতিযোগিতার আয়োজন। প্রতিদিন সন্ধ্যায় অনুষ্ঠান মঞ্চে চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান।

   

লামায় অস্ত্র দেখিয়ে চাঁদা আদায়কালে পাহাড়ি সন্ত্রাসী আটক



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বান্দারবান
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

বান্দরবানের লামা উপজেলায় অস্ত্র দেখিয়ে চাঁদা আদায়কালে বন্দুকসহশ জুয়েল ত্রিপুরা (২৮) নামের এক পাহাড়ি সন্ত্রাসীকে আটক করেছে সেনাবাহিনী।

শুক্রবার (২৬ এপ্রিল) বিকেলে লামা উপজেলার রুপসীপাড়া ইউনিয়নের দুর্গম পাহাড়ি নাইক্ষ্যংমুখ এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক জুয়েল ত্রিপুরা(২৮) হলেন অনজাহা ত্রিপুরার ছেলে । সে লামা উপজেলার গজালিয়া ইউনিয়নের লুলাইং এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানান, আজ দুপুরে জুয়েল ত্রিপুরা সহ আরও দুই জন সংঘবদ্ধ হয়ে লামা উপজেলার রূপসীপাড়া ইউনিয়নের দুর্গম নাইক্ষংমুখ এলাকায় বন্দুকের ভয় দেখিয়ে স্থানীয়দের কাছ থেকে চাঁদা আদায় করছিল। সেই সময় স্থানীয় ব্যবসায়ীরা সেনাবাহিনীর টহল দল দেখতে পেয়ে বিষয়টি অবহিত করে। এ সময় সেনাবাহিনীর একটি টহল দল হাতেনাতে জুয়েল ত্রিপুরা কে আটক করে পুলিশকে সোপর্দ করেন। এর আগে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে অন্য দুই জন পালিয়ে যায়।

এই বিষয়ে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শামীম শেখ বলেন, এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার প্রক্রিয়াধীন রয়েছে।

;

নরসিংদীতে অতি গরমে প্রবাসীর শিশুর মৃত্যু



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নরসিংদী
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

নরসিংদীর রায়পুরা উপজেলার চরাঞ্চল চাঁনপুরে অতি গরমে এক প্রবাসীর দেড় বছরের এক শিশু মারা গেছে। 

শুক্রবার (২৬ এপ্রিল) বিকেলে উপজেলার চাঁনপুর ইউনিয়নের সওদাগর কান্দি এলাকায় এই ঘটনাটি ঘটে।

স্থানীয় চাঁনপুর ইউপি চেয়ারম্যান আব্দুল মোমেন সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত শিশুর নাম ইয়াসিন। সে রায়পুরা উপজেলার সওদাগর কান্দি এলাকার প্রবাসী এনামুল হকের ছেলে।

নিহত ইয়াছিনের নানা বাচ্চু মিয়া সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার (২৫ এপ্রিল) নাতীসহ মেয়ে নরসিংদী শহরের বাসাইলস্থ ভাড়া বাসা থেকে আমাদের গ্রামের বাড়ি সওদাগর কান্দিতে নিয়ে আসি। আর আজই আমার নাতিটা মারা গেলো। 

তিনি আরও জানান, দুপুর সোয়া ২টার দিকে ইয়াসিন তার মায়ের সাথে দুপুরের খাবার খাওয়ার সময় অতিরিক্ত গরমে মাটিতে শুয়ে পড়ে। পরে তাকে সওদাগর কান্দি ইউনিয়ন পরিবার পরিকল্পনা বিভাগের সাব সেন্টারের নিয়ে গেলে দায়িত্বরত ফার্মাসিস্ট মিজানুর রহমান তাকে মৃত ঘোষণা করেন।

এ সময় মিজানুর রহমান জানান, শিশু ইয়াছিনকে তার কাছে আনার আগেই মারা গেছে। যারা নিয়ে এসেছে তাদের ভাষ্যমতে অতি গরমে শিশুটির মৃত্যু হয়েছে। 

 

 

 

;

শাহ আমানত বিমানবন্দরে বৈদেশিক মুদ্রাসহ যাত্রী আটক



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম
শাহ আমানত বিমানবন্দরে বৈদেশিক মুদ্রাসহ যাত্রী আটক

শাহ আমানত বিমানবন্দরে বৈদেশিক মুদ্রাসহ যাত্রী আটক

  • Font increase
  • Font Decrease

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আরব আমিরাতের ৯০ হাজার দিরহামসহ শারজাহগামী এক যাত্রীকে আটক করেছে এনএসআই ও শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা। উদ্ধার মুদ্রা ২৩ হাজার ৬৮৪ মার্কিন ডলারের সমমূল্যের।

শুক্রবার (২৬ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে বিমানবন্দর টার্মিনালের আন্তর্জাতিক অ্যান্টি হাইজ্যাকিং গেইটে তল্লাশি এসব মুদ্রাসহ তাকে আটক করা হয়।

আটক যাত্রীর নাম মোহাম্মদ কায়সার হামিদ৷ তিনি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার বাসিন্দা। রাত সোয়া আটটার এয়ার এরাবিয়া জি৯-৫২১ ফ্লাইট যোগে শারজাহ গমনিচ্ছুক ছিলেন হামিদ।

বিষয়টি বার্তা২৪.কম-কে নিশ্চিত করেছেন- বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তাসলিম আহমেদ।

তিনি জানান, বিমানবন্দর শুল্ক গোয়েন্দা ওই যাত্রীর বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে পতেঙ্গা মডেল থানায় মামলা দায়ের করছে। উদ্ধার করা বিদেশি মুদ্রাগুলো শুল্ক গোয়েন্দার মাধ্যমে বিমানবন্দর কাস্টমসের নিকট হস্তান্তর করা হবে, যা পরবর্তীতে সরকার কর্তৃক জব্দ হবে।

তিনি আরও জানান, যাত্রী বৈদেশিক মুদ্রা নীতিমালা অনুযায়ী নির্ধারিত পরিমাণ (১ বছরে সর্বোচ্চ ১২ হাজার ইউএস ডলার বা এর সমমূল্যের অন্য কোনো বৈদেশিক মুদ্রা) এর বেশি বৈদেশিক মুদ্রা নিয়ে বিদেশে যাওয়ার চেষ্টা করায় তার নিকট হতে প্রাপ্ত সমুদয় বৈদেশিক মুদ্রা যাত্রীসহ আটক করা হয়।

;

চট্টগ্রামে ১২ মেট্রিক টন বিটুমিনসহ গ্রেফতার ২



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

চট্টগ্রাম নগরীর সদরঘাট এলাকায় অভিযান চালিয়ে ১২ মেট্রিক টন চোরাই বিটুমিনসহ চক্রের ২ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শুক্রবার (২৬ এপ্রিল) র‌্যব-৭ পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, চট্টগ্রাম মহানগরীর সদরঘাট থানাধীন দক্ষিণ নালাপাড়া এলাকায় একটি গোডাউনে অবৈধ উপায়ে ক্রয়-বিক্রয় করার উদ্দেশ্যে চোরাই বিটুমিন মজুদ করছে-এমন তথ্যের ভিত্তিতে গত মঙ্গলবার র‌্যাব সাতের একটি বিশেষ আভিযানিক দল অভিযান পরিচালনা করে। এ সময় র‌্যাব আসামি সুমন চন্দ্র দে (৩৮) ও মোঃ আব্দুল্লাহ আজিজকে (৪০) আটক করতে সক্ষম হয়।

জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা স্বীকার করে যে, পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন মাধ্যমে অবৈধ উপায়ে বিটুমিন সংরক্ষণ করে এবং পরবর্তীতে অপেক্ষাকৃত কম মূল্যে পাইকারি ও খুচরা বিক্রয় করে আসছে তারা। এসময় তাদের কাছ থেকে একটি বিটুমিন পরিবহনে ব্যবহৃত ১টি কাভার্ড ভ্যান জব্দ করা হয়।

জব্দকৃত চোরাই বিটুমিনের আনুমানিক মূল্য ১২ লাখ টাকা বলে জানায় র‌্যাব।

;