খুলনায় আবাসন মেলা শুরু

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, খুলনা
  • |
  • Font increase
  • Font Decrease

খুলনায় আবাসন মেলার উদ্বোধন

খুলনায় আবাসন মেলার উদ্বোধন

খুলনায় চার দিনব্যাপী আবাসন মেলা শুরু হয়েছে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর শিববাড়ি মোড়স্থ খুলনা পাবলিক হল (জিয়া হল) চত্বরে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি কাজী আমিনুল হক।

বিজ্ঞাপন

এতে সভাপতিত্ব করেন প্রোপার্টি প্লাস ইভেন্টসের সিইও মহাব্বত খান। এ সময় উপস্থিত ছিলেন খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি সিদ্দিকুর রহমান বিশ্বাস বুলু, পরিচালক এম এ মতিন পান্না, এস এম ওবায়দুল্লাহ, মো. মফিদুল ইসলাম টুটুল, মো. সিরাজুল হক, আওয়ামী লীগ নেতা চৌধুরী মিনহাজুল ইসলাম সজল, বিসমিল্লাহ্ প্রোপার্টিজের ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুল ইসলাম, বিএসআরএমের খুলনা বিভাগী ম্যানেজার মো. সালেহ ইমন, সিটি কংক্রিটের সিইও মো. মাসুদুর রহমান, এন শিওর ল্যান্ড মার্ক লিমিটেডের ম্যানেজার মো. মহসিন রাসেল ও তানিশা প্রোপার্টিজের ম্যানেজার মো. আজিজুর রহমান।

প্রোপার্টি প্লাস ইভেন্টস নামে একটি বেসরকারি প্রতিষ্ঠান খুলনা আবাসন মেলার আয়োজন করেছে। মেলা চলবে প্রতিদিনি সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত। এই মেলায় ঢাকা ও খুলনার ২৫টি আবাসন প্রতিষ্ঠানের ২৫টি স্টল রয়েছে। এছাড়া রয়েছে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ) এবং আর্কিটেক ও ইঞ্জিনিয়ারিং ফার্মের স্টল।

বিজ্ঞাপন