কারাগারে ৩০ শতাংশের বেশি মাদক সংশ্লিষ্ট বন্দী
সারা দেশের কারাগারে মোট বন্দীদের মধ্যে ৩০ শতাংশের বেশি মাদক সংশ্লিষ্ট বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মোস্তফা কামাল পাশা।
শনিবার (২২ ফেব্রুয়ারি) আহসান উল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে, ঢাকা আহসানিয়া মিশন এর মাদক বিরোধী কার্যক্রমের ৩০ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মোস্তফা কামাল পাশা বলেন, মাদক একটা দেশ ও জাতিকে যেকোন সময় ধ্বংস করে দিতে পারে। যে জাতিকে আমরা ধ্বংস করতে চাই, সে জাতির যুবকদের হাতে মাদক ধরে দিলেই হবে। এখন আর কোন দেশ ধ্বংস করতে পারমাণবিক বোমার প্রয়োজন হয় না । তাই মাদকের বিরুদ্ধে এই যুদ্ধে আমাদের জিততে হবে। এটা কঠিন যুদ্ধ।
কারা এই মহাপরিদর্শক বলেন, আমি কারাগারে কাজ করি। কারাগারের বন্দীর মধ্যে ৩০.০৪ শতাংশই মাদক সংশ্লিষ্ট। কেউ ব্যবসায়ী, কেউ বা সেবী। তাই আমরা কারাগারকে সংশোধনাগার হিসেবে গড়ে তোলার চেষ্টা করছি।