সরকারি কর্মচারীদের পদবী পরিবর্তনের দাবিতে বরিশালে কর্মবিরতি

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বরিশাল
  • |
  • Font increase
  • Font Decrease

পূর্ণদিবস কর্মবিরতি চলছে/ছবি: বার্তা২৪.কম

পূর্ণদিবস কর্মবিরতি চলছে/ছবি: বার্তা২৪.কম

সরকারি তৃতীয় শ্রেণির কর্মীদের পদবী পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীতকরণের দাবিতে বরিশালে পূর্ণ দিবস কর্মবিরতি চলছে।

বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির (বাকাসস) ডাকে মঙ্গলবার ( ২৫ ফেব্রুয়ারি) জেলায় এ কর্মবিরতিতে অংশ নেন সরকারি কর্মীরা। সকাল ৯টা থেকে এ কর্মবিরতি পালন করা হচ্ছে৷

বিজ্ঞাপন

বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ের ফটকের সামনে কর্মবিরতি পালনকারী মো. আলতাফ হোসেন বার্তা২৪.কমকে বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারাদেশের ন্যায় বরিশালেও এ দাবী বাস্তবায়ন লক্ষে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করা হচ্ছে। তিনদিনের ডাকা পূর্ণ কর্মবিরতির প্রথম দিনে সকল তৃতীয় শ্রেণির কর্মচারীরা অংশগ্রহণ করেছেন। আাগমী ২৬ ও ২৭ ফেব্রুয়ারি প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ কর্মবিরতি পালন করা হবে।

তিনি বলেন,বিভাগীয় কমিশনারের কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়ে কর্মরত কালেক্টরেট সহকারীর (গ্রেড ১৩-১৬) পদবি পরিবর্তন ও বেতন গ্রেড উন্নতির দাবিতে এ কর্মবিরতি পালন করা হচ্ছে।

 

বিজ্ঞাপন