এনু-রুপনের বাসায় ১৫ বস্তা হাজার টাকার নোট
ক্যাসিনোকাণ্ডে গ্রেফতার দুই ভাই এনামুল হক এনু ও রুপন ভূঁইয়ার পুরান ঢাকার ওয়ারীর বাড়িতে অভিযান চালিয়ে পাঁচ সিন্দুক ভর্তি ২৫ কোটি ৫৫ লাখ টাকা উদ্ধার করেছে র্যাব।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) মধ্যরাতে অভিযান চালায় র্যাব। এ অভিযানে এখন পর্যন্ত ১৫ বস্তা ১ হাজার টাকার নোট বিভিন্ন ভোল্ট থেকে উদ্ধার করা হয়েছে। তাছাড়া খোঁজ মিলেছে পাঁচ কোটি টাকার এফডিআর, এক কেজি স্বর্ণালংকার ও ক্যাসিনো সরঞ্জাম।
গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মধ্যরাত থেকে পুরান ঢাকার ওয়ারীর লালমোহন স্ট্রিটের একটি ছয়তলা বাড়ির নিচতলায় র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরোয়ার আলমের নেতৃত্বে এ অভিযান চলে।
উদ্ধার করা টাকা গণনা শেষে মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলন করে র্যাব-৩ এর পরিচালক লে. কর্নেল রাকিবুল হাসান জানান, এনু-রূপনের বাসা থেকে উদ্ধার টাকার পরিমাণ ২৬ কোটি ৫৫ লাখ। সেই সঙ্গে, ৫ কোটি ১৫ লাখ টাকার এফডিআর, ১ কেজি স্বর্ণসহ চারটি দেশের মুদ্রা জব্দ করেছে র্যাব।
আরও পড়ুন- ক্যাসিনোকাণ্ডে গ্রেফতার এনু-রুপনের বাসায় র্যাবের অভিযান