বিআরটিসি বাস বন্ধের দাবিতে মানববন্ধন

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বরিশাল
  • |
  • Font increase
  • Font Decrease

বিআরটিসি বাস বন্ধের দাবিতে মানববন্ধন, ছবি: বার্তা২৪.কম

বিআরটিসি বাস বন্ধের দাবিতে মানববন্ধন, ছবি: বার্তা২৪.কম

বরিশালের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ৮ রুটে অনিয়মতান্ত্রিকভাবে বিআরটিসি বাস চলাচল বন্ধসহ ৪ দফা দাবিতে মানববন্ধন করেছে বাস-মিনিবাস মালিক-শ্রমিকরা।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বেলা ১১টায় নগরীর রুপাতলী বাস স্ট্যান্ডে সকল বাস চলাচল বন্ধ রেখে এ মানববন্ধন করা হয়।

মালিকদের অন্যান্য দাবির মধ্য রয়েছে মহাসড়কে থ্রি হুইলার বন্ধ, মোটর সাইকেলে যাত্রী পরিবহন নিষিদ্ধ ও রুট
পারমিটবিহীন গাড়ি চলাচল বন্ধের। এসময় অনতিবিলম্বে এসব দাবি না মানলে আরো কঠোর আন্দোলনের ডাক দেয়া হবে বলেও হুশিয়ারি দেন বক্তরা৷

বিজ্ঞাপন

বরিশাল দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি কাওছার হোসেন শিপন বার্তা২৪.কমকে বলেন, দাবিগুলো নিয়ে মঙ্গলবার বেলা ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত বাস চলাচল বন্ধ রেখে বরিশালের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ৮ জেলায় একযোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়৷ মানববন্ধন শেষে প্রধানমন্ত্রী বরাবর স্ব স্ব জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি হস্তান্তর করা হয়।

এদিকে মানববন্ধনে সকল ধরনের যাত্রীবাহী বাস চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগের শিকার হন যাত্রীরা।

বিজ্ঞাপন