বইমেলায় ‘মোটরসাইকেল স্টল’ দিলেন উপাধ্যক্ষ!

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাজশাহী
  • |
  • Font increase
  • Font Decrease

বইমেলায় ‘মোটরসাইকেল স্টল’ দিলেন উপাধ্যক্ষ//ছবি: বার্তা২৪.কম

বইমেলায় ‘মোটরসাইকেল স্টল’ দিলেন উপাধ্যক্ষ//ছবি: বার্তা২৪.কম

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে রাজশাহীর মোহনপুরে কেশরহাট ডিগ্রি কলেজ মাঠে পাঁচ দিনব্যাপী ‘অমর একুশে গ্রন্থমেলা’র আয়োজন করা হয়েছে। মেলায় ২০টিরও বেশি বইয়ের স্টলের পাশাপাশি চোখে পড়ে ‘বাজাজ মোটরসাইকেল মেলা’ নামে একটি স্টলও।

কলেজের উপাধ্যক্ষ আনোয়ারুল হক হেনা তার ব্যবসা প্রতিষ্ঠান ‘হেনা এন্টারপ্রাইজ’র নামে ওই স্টলটি দেন। উপাধ্যক্ষের এমন কর্মকাণ্ডে কলেজের অন্য শিক্ষক, অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা ক্ষোভ জানিয়েছেন।

বিজ্ঞাপন

কলেজ সূত্রে জানা যায়, দীর্ঘ ৮ বছর বন্ধ থাকার পর এবার কেশরহাট কলেজের উদ্যোগে বইমেলার আয়োজন করা হয়। গত ২১ ফেব্রুয়ারি মেলার উদ্বোধন করেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন। মেলা ঘিরে কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় অভিভাবকদের মধ্যে ইতিবাচক মনোভাবের সৃষ্টি হয়। এ মেলায় বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন ২০০টিরও বেশি স্টল স্থাপন করে।

তবে সমালোচনা শুরু হয়- মেলা প্রাঙ্গণে প্রবেশের পরই সবার আগে চোখে পড়া হেনা এন্টারপ্রাইজের ‘বাজাজ মোটরসাইকেল’ স্টল নিয়ে। তবে উপাধ্যক্ষ আনোয়ারুল ইসলাম হেনার ভয়ে কেউ এনিয়ে প্রকাশ্যে কিছু বলতে পারছেন না। এমনকি কলেজের অধ্যক্ষও ‘ভয়ে’ বিষয়টি নিয়ে মন্তব্য করতে রাজি হন নি।

বিজ্ঞাপন

নাম প্রকাশ না করে কলেজের একজন শিক্ষক বার্তা২৪.কম-কে বলেন, ভাষার মাসে বইমেলা আয়োজন একটি মহৎ কাজ। এর মধ্য দিয়ে ভাষা শহীদদেরও স্মরণ করতে পারছি আমরা। অথচ শেষ পর্যন্ত দেখলাম- বইমেলায় বাণিজ্য চললো। বইয়ের স্টলের সঙ্গে মোটরসাইকেলের স্টল। এটা নিয়ে এলাকায় ব্যাপক সমালোচনা শুরু হয়েছে।

তিনি জানান, উপাধ্যক্ষ হেনা আওয়ামী লীগের কোনো পদে না থাকলেও দলীয় দাপটে সবাইকে চাপে রাখেন। নিজেকে এমপি আয়েন উদ্দিনের কাছের লোক বলে পরিচয় দেন। ফলে কেউ তার ব্যাপারে মুখ খোলেন না।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে মেলা প্রাঙ্গণে গিয়ে দেখা যায়, প্রবেশের পরই ‘কমিটি বক্স’ নামে একটি প্যান্ডেল করা হলেও সেখানে বড় ব্যানার টানিয়ে মোটরসাইকেল স্টল বসানো হয়েছে। বড় হরফে ব্যানারে লেখা হয়েছে- ‘বাজাজ মোটরসাইকেল মেলা’। তার নিচে ‘হেনা এন্টারপ্রাইজ’ এবং নিজের মোবাইল নম্বর দিয়ে রেখেছেন কলেজের উপাধ্যক্ষ আনোয়ারুল ইসলাম হেনা।

স্টলের মধ্যে ১০ থেকে ১২টি বাজাজ মোটরসাইকেল। বাজাজের টি-শার্ট পরিহিত দু’জন বিক্রয়কর্মী স্টলটিতে টেবিল বসিয়ে অবস্থান করছেন। তারা মোটরসাইকেলের খুঁটিনাটি দেখাচ্ছেন এবং দরদাম হাঁকছেন। তারা জানালেন- উপাধ্যক্ষ আনোয়ারুল ইসলাম হেনা তাদেরকে নিজের প্রতিষ্ঠানের নামে মেলায় স্টল করে দিয়েছেন।

জানতে চাইলে কলেজের অধ্যক্ষ গিয়াস উদ্দিন বার্তা২৪.কম-কে বলেন, মেলায় আমাদের উপাধ্যক্ষ কয়েকটি মোটরসাইকেল রেখেছেন। বইমেলায় তিনি কেন মোটরসাইকেল স্টল করতে গেলেন, তা উনাকে জিজ্ঞেস করেন। আমি এ বিষয়ে কিছু বলতে পারবো না।

তবে এ বিষয়ে জানতে উপাধ্যক্ষ ও হেনা এন্টারপ্রাইজের মালিক আনোয়ারুল ইসলাম হেনার মোবাইলে মঙ্গলবার রাতে কয়েকদফা চেষ্টা করেও পাওয়া যায়নি।