রাজশাহী বার সমিতির নির্বাচনে আ.লীগপন্থীদের ভরাডুবি

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাজশাহী
  • |
  • Font increase
  • Font Decrease

সভাপতি মোজাম্মেল হক ও সাধারণ সম্পাদক পারভেজ তৈফিক জাহেদী, ছবি: সংগৃহীত

সভাপতি মোজাম্মেল হক ও সাধারণ সম্পাদক পারভেজ তৈফিক জাহেদী, ছবি: সংগৃহীত

রাজশাহী অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগপন্থী প্যানেলের ভরাডুবি হয়েছে। সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৬ পদে জয় পেয়েছে বিএনপিপন্থীরা। মাত্র ৫টি পদে জিতেছেন আওয়ামী লীগপন্থী প্যানেলের প্রার্থীরা।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে ভোটগণনা শেষে ফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার অ্যাডভোকেট শেখ মো. জাহাঙ্গীর আলম সেলিম।

বিজ্ঞাপন

ঘোষিত ফলাফলে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোজাম্মেল হক (বিএনপি) এবং সাধারণ সম্পাদক হয়েছেন পারভেজ তৈফিক জাহেদী (বিএনপি)। সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন এ.কে মিজানুর রহমান (বিএনপি), মাহাবুল ইসলাম (বিএনপি) ও অশিত কুমার শান্যাল (আওয়ামী লীগ)।

যুগ্ম-সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আতিকুর রহমান ইতি (বিএনপি) ও মাজেমান আলী (আওয়ামী লীগ)। হিসাব সম্পাদক পদে সেলিম রেজা মামুন (বিএনপি), পাঠাগার সম্পাদক রিয়াজ উদ্দিন (বিএনপি), অডিট সম্পাদক আজিমুসান উজ্জল (বিএনপি), প্রেস অ্যান্ড ইনফরমেশন সম্পাদক হাসিবুল ইসলাম কচি (আওয়ামী লীগ), ম্যাগাজিন অ্যান্ড কালচার সম্পাদক রজব আলী (বিএনপি)।

বিজ্ঞাপন

এছাড়া সদস্য পদে নির্বাচিত ৯ জন হলেন- ইরশাদ আলী ইসা (বিএনপি), আবতাবুর রহামন (বিএনপি), মোজাম্মেল হক (বিএনপি), রাকিবুল ইসলাম রাকিব (বিএনপি), সিফাত জেরিন তুলি (বিএনপি), সেকেন্দার আলী (বিএনপি), আব্দুল বারি (বিএনপি), আহসান হাবিব রঞ্জু (আওয়ামী লীগ) ও সোমা খাতুন (আওয়ামী লীগ)।

এর আগে বৃহস্পতিবার সকাল ৯টায় রাজশাহীর নতুন বার ভবনের দোতলায় ভোটগ্রহণ শুরু হয়। দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত এক ঘণ্টার বিরতি দিয়ে ভোটগ্রহণ চলে বিকাল ৫টা পর্যন্ত। বারের ৬০৩ জন ভোটারের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেন ৫৫৫ জন।

এবার নির্বাচনে ২১টি পদের বিপরীতে দু’টি প্যানেল থেকে ৪২ জন প্রার্থী অংশ নেন। প্যানেল দু’টি হলো- সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের (আওয়ামী লীগপন্থী) ব্যানারে আবু বাকার-বজলে তৌহিদ আল হাসান বাবলা এবং জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের (বিএনপিপন্থি) মোজাম্মেল হক-পারভেজ তৌফিক জাহেদী প্যানেল।