প্যারিস দূতাবাস পরিদর্শনে পররাষ্ট্রমন্ত্রী

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

প্যারিসে বাংলাদেশ দূতাবাস পরিদর্শন করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন

প্যারিসে বাংলাদেশ দূতাবাস পরিদর্শন করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন

প্যারিসে বাংলাদেশ দূতাবাস পরিদর্শন করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) তিনি দূতাবাসের কনস্যুলার সার্ভিস সুবিধাগুলো পরিদর্শন করেন।

এ সময় তিনি উপস্থিত সেবা প্রার্থীদের সঙ্গে দূতাবাসের সরবরাহকৃত পরিষেবার মান সম্পর্কে প্রাথমিক জ্ঞান অর্জনের জন্য কথা বলেন।

বিজ্ঞাপন

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের জন্য প্যারিস দূতাবাসের প্রস্তুতি সম্পর্কেও তিনি আপডেট হন।

পরে, তিনি প্যারিসের জালালাবাদ অ্যাসোসিয়েশনের সম্মানে অনুষ্ঠিত একটি সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন। যেখানে দু'জন মেয়র এবং বিভিন্ন ফরাসি শহর থেকে কয়েকজন কাউন্সিলর উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

ফরাসি প্রতিনিধিরা জলবায়ু পরিবর্তন সম্পর্কিত বিষয়গুলোকে উৎসাহিত করতে এবং সরকার জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উদ্ভাবনী পদ্ধতি অবলম্বন করতে সক্রিয় ভূমিকা পালনের জন্য বাংলাদেশ সরকারের প্রশংসা করেছিলেন।

মোমেন ফ্রান্স আওয়ামী লীগ আয়োজিত আরেকটি সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বৈঠকে স্থানীয় আওয়ামী লীগ নেতারা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনে ইউনেস্কোর সাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেন