ক্যানভাসজুড়ে সচেতনতা ও পরিবর্তনের বার্তা

  • নিউজ ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

বইয়ের বোঝা নয় বিকাশে চাই বিনোদন, ছবি: সংগৃহীত

বইয়ের বোঝা নয় বিকাশে চাই বিনোদন, ছবি: সংগৃহীত

বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড দেয়ালচিত্রের মাধ্যমে সমাজের নানা অসঙ্গতির চিত্র তুলে ধরেছে। সুন্দর শৈশব, পারিবারিক ও সামাজিক মূল্যবোধ এবং নগরে সবুজায়নের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো সম্পর্কে মানুষকে সচেতন করতে প্রতিষ্ঠানটি ব্যতিক্রমী এক কৌশল হাতে নিয়েছে।

তাদের চালু করা এই উদ্ভাবনী কর্মসূচিটির নাম ‘রং (এক্ষেত্রে রং বলতে ভুল বোঝানো হয়েছে) বদলে রঙিন করি’। সামাজিক ও বুদ্ধিবৃত্তিকভাবে সমাজের নানা অসংগতিগুলোকে দূর করে একটি রঙিন পৃথিবী বিনির্মাণে সবাইকে সচেতন করে তোলাই এ কর্মসূচিটির মূল লক্ষ্য।

বিজ্ঞাপন
শহর হোক সবুজ

বিজ্ঞাপনের প্রচলিত ধারণাকে বদলে, রাজধানীর মিরপুর, কামাল আতার্তুক অ্যাভিনিউ, বনানী চেয়ারম্যান বাড়ি, শাহজাদপুর, নর্দা ও রামপুরা এলাকার বিভিন্ন দেয়ালজুড়ে সচেতনতার বার্তা ফুটিয়ে তুলতে এই কর্মসূচিটি গত বছরের সেপ্টেম্বর মাসে শুরু হয়ে শেষ হয় এ বছরের জানুয়ারিতে।

প্রকৃতি বাঁচলে আমরা বাঁচবো

এর আগে, চট্টগ্রাম ও খুলনা শহরের দেয়ালজুড়েও শোভা বার্জারের উদ্যোগে সচেতনতামূলক নানা বার্তা।

বিজ্ঞাপন