খুলনায় বিএনপির মানববন্ধন

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, খুলনা
  • |
  • Font increase
  • Font Decrease

খুলনায় বিএনপির মানববন্ধন/ছবি:বার্তা২৪.কম

খুলনায় বিএনপির মানববন্ধন/ছবি:বার্তা২৪.কম

 

বিদ্যুৎ-পানিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে খুলনায় মানববন্ধন করেছে বিএনপি।

বিজ্ঞাপন

সোমবার (২ মার্চ) দুপুরে খুলনার কেডিঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে এ মানববন্ধন করে নগর ও জেলা বিএনপি।

মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমান সরকারের অধীনে কোনো কিছুই নিয়ন্ত্রণে নেই। এখন মানুষের বাক স্বাধীনতাকে হরণ করে একের পর এক বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি করে লুটপাট করছে সরকার। কিছুদিন আগে গ্যাসের দাম বৃদ্ধি করে এবার বিদ্যুৎ, পানির দামও বাড়িয়েছে। প্রয়োজনীয় জিনিসগুলোর দাম বাড়ায় নিম্নবিত্ত ও মধ্যবিত্তদের পরিবারে দুর্যোগ নেমে আসবে। এ সরকারের পতন অনিবার্য।

বিজ্ঞাপন

নগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জুর সভাপতিত্বে মানববন্ধন পরিচালনা করেন সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি।

এ সময় উপস্থিত ছিলেন জেলা শাখার সভাপতি এড. শফিকুল আলম মনা, সাবেক মেয়র মনিরুজ্জামান মনি, আমীর এজাজ খান, শাহারুজ্জমান মোর্তজা ও অধ্যক্ষ তারিকুল ইসলাম প্রমুখ।