আমেরিকান অ্যাওয়ার্ড পেল বাংলাদেশ রেড ক্রিসেন্ট

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কর্তা ব্যক্তিদের হাতে অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়, ছবি: সংগৃহীত

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কর্তা ব্যক্তিদের হাতে অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়, ছবি: সংগৃহীত

মানবিক কার্যক্রমে অসামান্য অবদান রাখায় ২০১৯ সালের আমেরিকান রেড ক্রস ইন্টারন্যাশনাল হিউম্যানিটেরিয়্যান সার্ভিস অ্যাওয়ার্ড পেয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (বিডিআরসিএস)।

বুধবার (৪ মার্চ) যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রাত ৮টায় ওয়াশিংটন ডিসির আমেরিকান রেড ক্রসের সদর দপ্তরে বাংলাদেশের বৃহত্তম মানবিক প্রতিষ্ঠান বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিকে আন্তর্জাতিক এ অ্যাওয়ার্ড দেওয়া হয়।

বিজ্ঞাপন

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষে সোসাইটির ভাইস চেয়ারম্যান ও আইএফআরসির গর্ভানিং বোর্ডের সদস্য এমপি প্রফেসর ডা. মো. হাবিবে মিল্লাত, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব মো. ফিরোজ সালাহ্ উদ্দিন, পরিচালক ডিআরএম মো. বেলাল হোসেন উপস্থিত ছিলেন।

এমপি হাবিবে মিল্লাত এ সময় বলেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি তাদের বিভিন্ন মানবিক কাজের জন্য গোটা বিশ্ব জুড়ে সম্মানজনক স্থান অর্জন করেছে। যার উজ্জ্বল দৃষ্টান্ত আমেরিকান রেড ক্রস ইন্টারন্যাশনাল হিউমেনিটিরিয়্যান সার্ভিস অ্যাওয়ার্ড প্রাপ্তি। এ অর্জন অত্যন্ত গর্বের ও সম্মানের। এতে প্রতিষ্ঠান ও রাষ্ট্র দু’টিই সম্মানিত হয়।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বাংলাদেশ সরকারের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠার পর থেকেই মানবিক কাজে ভূমিকা রেখে চলেছে। বন্যা, সাইক্লোন, ভূমিধস কিংবা অগ্নিকাণ্ড- যে কোনো দুর্যোগেই ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। এ অ্যাওয়ার্ড প্রাপ্তি মানবিক কার্যক্রম বাস্তবায়নে সোসাইটিকে আরও অনুপ্রাণিত করবে।