মশক নিধন কর্মীদের পর্যবেক্ষণে মনিটরিং সেল
মশার ওষুধ ছিটানো ও ওষুধের কার্যকারিতা নিয়ে নানা মহলে যখন প্রশ্ন উঠেছে তখন মশক কর্মীদের কাজ পর্যবেক্ষণে অঞ্চল ভিত্তিক মনিটরিং সেল গঠন করে দিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম। তিনি নিজেই মশক কর্মীদের কাজ তদারকি করবেন বলে জানিয়েছেন।
বৃহস্পতিবার (০৫ মার্চ) রাজধানীর উত্তরায় বাংলাদেশ ক্লাবে এডিস মশা ও মশক কর্মীদের বিভিন্ন কার্যক্রম বিষয়ে বিভিন্ন সেক্টরের কল্যাণ সমিতির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়কালে মনিটরিং সেল গঠনের ঘোষণা দেন মেয়র।
এসময় উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ডা. মোমিনুর রহমান মামুন।
মেয়র বলেন, যারা ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন মশক কর্মী ও উত্তরার বিভিন্ন সেক্টরে এডিস মশা এবং কিউলেক্স মশার ওষুধ প্রদান করে তাদের মনিটরিং করার জন্য সেক্টরের বিভিন্ন নেতৃবৃন্দের সমন্বয়ে একটি উচ্চপর্যায়ের মনিটরিং সেল গঠন করা হয়েছে। এই মনিটরিং সেল প্রতিদিন সিটি করপোরেশনে যে সমস্ত মশক নিধন কর্মী ওষুধ প্রদান করে তাদের নিয়মিত পর্যবেক্ষণ করবে।
মেয়র এই বিষয়ে সেক্টরের বিভিন্ন প্রতিনিধির সহযোগিতা কামনা করেন এবং মশার যে উপদ্রব তা প্রতিহত করার জন্য সবার এগিয়ে আসার অনুরোধ জানান।