চসিক নির্বাচনে এক মেয়রসহ ৫৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাড়ালেন এক মেয়রসহ ৫৩ জন প্রার্থী। তাদের মধ্যে, একজন মেয়র, ২ জন সংরক্ষিত নারী কাউন্সিলর ও ৫০ জন সাধারণ কাউন্সিলর প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছে।
পূর্বের ঘোষণা অনুযায়ী রোববার (৮ মার্চ) ছিল প্রার্থিতা প্রত্যাহারের শেষদিন। বিকেলে সাড়ে ৫ টার দিকে রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ হাসানুজ্জামান সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি জানান, যারা প্রার্থিতা প্রত্যাহার করেছে তাছাড়া এখন মূল প্রতিদ্বন্দ্বী প্রার্থী মেয়র পদে ৬ জন, নারী কাউন্সিলর পদে ৫৬ জন ও সাধারণ কাউন্সিলর প্রার্থী ১৬১ জন রয়েছেন।
তিনি আরও জানান, সোমবার (৯ মার্চ) প্রতীক বরাদ্দ দেয়া হবে। শিল্পকলা একাডেমির ভবনে প্রতীক বরাদ্দের অনুষ্ঠান করা হবে। প্রতীক পাওয়ার পরপরই প্রার্থীরা প্রচারণায় নামতে পারবে বলেও জানান এ কর্মকর্তা।