শুক্রবার থেকে ঢাকা-কলকাতা রুটে বাস চলাচল বন্ধ
ঢাকা থেকে কলকাতা রুটে বাস চলাচল বন্ধ হচ্ছে শুক্রবার (১৩ মার্চ) থেকে। ভারত সরকার ১৩ মার্চ থেকে তাদের দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাব রোধে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে । তার প্রেক্ষিতে এমন সিদ্ধান্ত নিয়েছেন আন্তর্জাতিক রুটে বাস চলাচল করা পরিবহন মালিকরা।
বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে শ্যামলী এন আর পরিবহনের মালিক শুভঙ্কর ঘোষ রাকেশ বার্তা২৪.কম-কে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আজ (বৃহস্পতিবার) রাতে কলকাতার উদ্দেশ্যে ছেড়ে যাবে লাস্ট বাস। শুক্রবার (১৩ মার্চ) বিকেল ৩টার পর থেকে প্যাসেঞ্জারসহ আর কোনো বাস ভারতের বর্ডার ক্রস করতে পারবে না । সেজন্যই আমরা কাল থেকে গাড়ি বন্ধ করে দিচ্ছি।
তিনি আরও বলেন, ঢাকা-কলকাতা এবং ঢাকা-শিলিগুড়ি রুটের সকল গাড়ি এর আওতায় থাকবে।
অগ্রিম টিকিট কাটা বাস যাত্রীদের উদ্দেশ্যে তিনি বলেন, যেসব যাত্রীরা ১২ মার্চের পরে অগ্রিম টিকিট কেটেছিলেন তারা চাইলে কাউন্টারে গিয়ে টিকিট ফেরত দিয়ে টাকা নিতে পারবেন।
এদিকে, ঢাকা থেকে কলকাতাগামী মৈত্রী এক্সপ্রেস এবং খুলনা থেকে কলকাতাগামী বন্ধন এক্সপ্রেস বন্ধের ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি বলে রেলের এক দায়িত্বশীল কর্মকর্তা জানিয়েছেন।
উল্লেখ্য, করোনাভাইরাসের কারণে বিশ্বের সব দেশের নাগরিকদের ভিসা স্থগিত করেছে ভারত সরকার। ১৩ মার্চ রাত ১২টা থেকে শুরু হয়ে এই স্থগিতাদেশ থাকবে ১৫ এপ্রিল পর্যন্ত।