৩ বছরে হাম রোগে ১০ হাজার শিশু আক্রান্ত
হাম রোগে গত তিন বছরে দেশে ১০ হাজারেরও বেশি শিশু আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে রংপুর সিটি করপোরেশনের (রসিক) মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা।
তিনি বলেছেন, ‘হাম এবং রুবেলা ভাইরাসজনিত মারাত্মক সংক্রামক রোগ। এই দুটি রোগ সাধারণত একজন রোগীর হাঁচি-কাশির মাধ্যমে কারও সংস্পর্শে আসা অন্যদের মধ্যে দ্রুত ছড়ায়। শিশু ছাড়াও যেকোনো বয়সের মানুষের হাম-রুবেলা হতে পারে। তবে শিশুদের মধ্যেই এই রোগের প্রকোপ, জটিলতা ও মৃত্যু ঝুঁকি বেশি।’
রোববার (১৫ মার্চ) দুপুরে রংপুর সিটি করপোরেশনের সভা কক্ষে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
মেয়র বলেন, ‘হাম রোগ থেকে নিউমোনিয়া, ডায়রিয়া, অপুষ্টি, এনকেফালাইটিস, অন্ধত্ব ও বধিরতার জটিলতা দেখা দিতে পারে। এজন্য ৯ মাস বয়স থেকে ১০ বছরের কম বয়সী সকল শিশুকে হাম-রুবেলা টিকা নিতে হবে। এই টিকার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। কিন্তু কোনো অবস্থাতেই অসুস্থ শিশুকে হাম-রুবেলা টিকা দেওয়া যাবে না।’
তিনি আরও বলেন, ‘আগামী ১৮ মার্চ থেকে ১১ এপ্রিল পর্যন্ত রংপুর মহানগরে ২৮৭টি স্কুল, ১৫টি স্থায়ী টিকাদান কেন্দ্র ও ১২০টি কমিউনিটি টিকা কেন্দ্রে হাম-রুবেলা টিকা দেওয়া হবে। স্বেচ্ছাসেবী ও টিকা প্রদানকারী মোট ৬১৬ জন ৭৭টি টিমে বিভক্ত হয়ে দুই ধাপে ৯৭ হাজার ৫০০ শিশুকে টিকা প্রদান করবেন। এরমধ্যে প্রথম ধাপে ১৮ থেকে ২৪ মার্চ নগরীর পুরাতন ১৫টি ওয়ার্ডের ২৮৭টি স্কুলে এবং ২৯ মার্চ হতে ১১ এপ্রিল পর্যন্ত দ্বিতীয় ধাপে কমিউনিটি পর্যায়ে শিশুদের হাম-রুবেলা টিকা দেওয়া হবে। এ সময় টিকা গ্রহণ করে কোনো শিশু অসুস্থ হলে অভিভাবকদের না ঘাবড়ে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র অথবা হাসপাতালসহ সিটি করপোরেশনে যোগাযোগ করতে হবে।’
প্রেস ব্রিফিংয়ে রংপুর বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তা ডা. আমিন আহমেদ খান, রসিকের নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন মিঞা, সচিব মো. রাশেদুল হক, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামরুজ্জামান তাজ প্রমুখ উপস্থিত ছিলেন।