রংপুরে কৈলাশ রঞ্জন স্কুলে মুজিব কর্নার উদ্বোধন

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রংপুর
  • |
  • Font increase
  • Font Decrease

মুজিব কর্নার উদ্বোধন করেন রাহগীর আল-মাহি সাদ এরশাদ, ছবি: সংগৃহীত

মুজিব কর্নার উদ্বোধন করেন রাহগীর আল-মাহি সাদ এরশাদ, ছবি: সংগৃহীত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে রংপুরে শতবর্ষী শিক্ষা প্রতিষ্ঠান কৈলাশ রঞ্জন উচ্চ বিদ্যালয়ে মুজিব কর্নারের উদ্বোধন করা হয়েছে।

রোববার (১৫ মার্চ) বিকেলে মুজিব কর্নারের উদ্বোধন করেন রংপুর-৩ আসনের সংসদ সদস্য রাহগীর আল-মাহি সাদ এরশাদ।

বিজ্ঞাপন

কর্নারটিতে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ, তার পরিবার, ছয় দফা আন্দোলন, জাতীয় চার নেতার ছবিসহ মুক্তিযুদ্ধের চিত্রায়ন রং-তুলির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে।

মুজিব কর্নারের উদ্বোধন করে এমপি সাদ এরশাদ বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমাদের শ্রদ্ধা করতেই হবে। তার অসমাপ্ত কাজগুলো আমাদের করলেই তাকে শ্রদ্ধা জানানো হবে। বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে।

বিজ্ঞাপন

কৈলাশ রঞ্জন উচ্চ বিদ্যালয়ের গর্ভনিং কমিটির সভাপতি মোজাফফর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- সাদ পত্নী মাহিমা এরশাদ, রসিকের সিটি কাউন্সিলর সেকেন্দার আলী, মহিলা কাউন্সিলর হাসনা বানু প্রমুখ।

মুজিব কর্নারের বায়ান্নর ভাষা আন্দোলন থেকে স্বাধীনতা সংগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কর্মজীবন ও রাজনীতির ঐতিহাসিক অধ্যায় স্থান পেয়েছে।