মুজিববর্ষ হবে দেশ এগিয়ে নিতে মাইলফলক

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রংপুর
  • |
  • Font increase
  • Font Decrease

জাতির জনক শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন কর অঞ্চলের কর্মকর্তা-কর্মচারীরা। ছবি: বার্তা২৪.কম

জাতির জনক শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন কর অঞ্চলের কর্মকর্তা-কর্মচারীরা। ছবি: বার্তা২৪.কম

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন দেশের মানুষের জন্য ঐতিহাসিক ক্ষণ। তার (বঙ্গবন্ধুর) আদর্শিক চেতনায় দেশকে এগিয়ে নিতে হবে। ২০৪০ সালের উন্নত বাংলাদেশ গড়তে মুজিববর্ষ হবে মাইলফলক।

মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে রংপুর কর অঞ্চল ভবনে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা, দোয়া মাহফিল ও মুজিব কর্নার উদ্বোধন করা হয়।

বিজ্ঞাপন

রংপুর কর অঞ্চলের কর কমিশনার আবু হান্নান দেলওয়ার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় মুখ্য আলোচক ছিলেন কারমাইকেল কলেজের বাংলা বিভাগের ভূতপূর্ব অধ্যাপক প্রফেসর মোহাম্মদ শাহ আলম।

এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন- অতিরিক্ত কর কমিশনার শেখ মো. মনিরুজ্জামান, উপ কর কমিশনার সদর দপ্তর (প্রশাসন) সুমন কুমার বর্মন, সিনিয়র সাংবাদিক মামুন ইসলাম প্রমুখ।

বিজ্ঞাপন

আলোচনা ও দোয়া মাহফিল শেষে অনুষ্ঠানের অতিথিরা কর অঞ্চল ভবনের তৃতীয় তলায় তৈরি বঙ্গবন্ধু কর্নারের উদ্বোধন করেন। এরআগে সকালে নগরীর জিলা স্কুল মোড় বঙ্গবন্ধু চত্বরে জাতির জনক শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন কর অঞ্চলের কর্মকর্তা-কর্মচারীরা।