মুজিব বর্ষে রসিকে মশক নিধন কার্যক্রমের উদ্বোধন

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রংপুর
  • |
  • Font increase
  • Font Decrease

মশক নিধন কার্যক্রমের উদ্বোধন করেন মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা

মশক নিধন কার্যক্রমের উদ্বোধন করেন মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে রংপুর সিটি করপোরেশন (রসিক) এলাকায় মশক নিধন কার্যক্রমের উদ্বোধন হয়েছে। পরিচ্ছন্ন গ্রাম-পরিচ্ছন্ন শহর কর্মসূচির আওতায় এ মশক নিধন শুরু করা হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে নগরীর শাপলা চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা।

বিজ্ঞাপন

এরআগে ‌‘মুজিব বর্ষের অঙ্গীকার- শহর থাকবে পরিষ্কার’ স্লোগানে নগরীর কেরামতিয়া জামে মসজিদ ও শাপলা চত্বর, করণজাই রোড সংলগ্ন শ্যামা সুন্দরী খালের পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচিরও উদ্বোধন করেন তিনি।

এ সময় রংপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রুহুল আমীন মিঞা, সচিব রাশেদুল হক, তত্ত্বাবধায়ক প্রকৌশলী এমদাদ হোসেন, প্যানেল মেয়র সামসুল হক, মাহামুদুর রহমান টিটুসহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
বঙ্গবন্ধু কর্নারের উদ্বোধন করা হয়

এদিকে সকালে সিটি করপোরেশন ভবনে মুক্তিযুদ্ধ কর্নারের উদ্বোধন, দোয়া মোনাজাত ও কেক কেটে স্বাধীনতা স্থপতি শেখ মুজিবুর রহমানের শততম জন্মদিন উদযাপন করা হয়। এরআগে জিলা স্কুল মোড়ে বঙ্গবন্ধুর ম্যুরালে বিনম্র শ্রদ্ধা নিবেদন করে সিটি মেয়রসহ কাউন্সিলররা।