রংপুরের বেতপট্টিতে আগুন নিয়ন্ত্রণে

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রংপুর
  • |
  • Font increase
  • Font Decrease

দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট, ছবি: বার্তা২৪.কম

দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট, ছবি: বার্তা২৪.কম

রংপুরের বেতপট্টি এলাকায় আতশবাজি থেকে কাঁচ বণিকের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট।

মঙ্গলবার (১৭ মার্চ) রাত ৮টার দিকে নগরীর বেতপট্টিতে জেলা আওয়ামী লীগ অফিসের সামনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, রাত ৮টার দিকে মুজিব বর্ষ উপলক্ষে রংপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ের উত্তর পাশের একটি ভবনে আতশবাজি ফোটাতে থাকে লোকজন। এ সময় কয়েকটি আতশবাজি ওই ভবন থেকে কাঁচ বণিকের গোডাউনের উপর পড়ে গেলে আগুনের সূত্রপাত ঘটে। গোডাউনে ককশিট, পারটেক্স বোর্ড ও কাঁচ থাকায় আগুন দাউদাউ করে জ্বলতে থাকে।

পরে খবর পেয়ে রংপুরসহ আশপাশের উপজেলা থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা ১৫টি ইউনিট নিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

বিজ্ঞাপন
ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড়

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের রংপুর স্টেশনের উপ-পরিচালক কেএম সাইফুল ইসলাম বলেন, ‘৮টা থেকে ১০টা পর্যন্ত প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট। তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির বিষয়ে বলা যাচ্ছে না।’

অগ্নিকাণ্ডের ঘটনায় জিনিসপত্রের ক্ষয়ক্ষতি হলেও হতাহতের কোনো ঘটনা ঘটেনি। তবে ব্যবসায়িক এলাকা হওয়ায় এবং আগুন নিয়ন্ত্রণ ব্যবস্থা না থাকায় বেশি সময় লেগেছে বলেও জানান তিনি।