বরিশালে ১৮০ রোগী পেলেন আর্থিক সহায়তা



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বরিশাল
বরিশালে ১৮০ রোগী পেলেন আর্থিক সহায়তা/ছবি: বার্তা২৪.কম

বরিশালে ১৮০ রোগী পেলেন আর্থিক সহায়তা/ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

বরিশালে দূরারোগ্য রোগে আক্রান্ত ১৮০ জন রোগীকে ৯০ লাখ টাকার চেক দেওয়া হয়েছে।

বুধবার ( ১৮ মার্চ) দুপুরে বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ে প্রত্যেককে ৫০ হাজার করে আর্থিক সহায়তার চেক প্রদান করেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।

এ সময় বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক আল মামুন তালুকদার, জেলা প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

বরিশাল জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক আল মামুন তালুকদার বার্তা২৪.কম-কে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজের উদ্যোগে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে এসব রোগীদের মধ্যে আর্থিক সহায়তা করা হয়েছে।

বরিশাল সিটি করপোরেশনসহ জেলার ১০ উপজেলার ১৮০ জন রোগীকে ৫০ হাজার করে মোট ৯০ লাখ টাকার আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়।

২০১৩- ১৪ অর্থবছর থেকে শুরু করে ২০১৯-২০ অর্থবছর পর্যন্ত এক হাজার ৩৩ জন রোগীকে ৫ কোটি ১৬ লাখ ৫০ লাখ টাকার আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়েছে।

   

অপরিচ্ছন্ন পরিবেশে সেমাই তৈরি, ২ লাখ টাকা জরিমানা



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম
অপরিচ্ছন্ন পরিবেশে সেমাই তৈরি, ২ লাখ টাকা জরিমানা

অপরিচ্ছন্ন পরিবেশে সেমাই তৈরি, ২ লাখ টাকা জরিমানা

  • Font increase
  • Font Decrease

অপরিষ্কার-অপরিচ্ছন্ন পরিবেশে সেমাই প্রস্তুত ও প্রক্রিয়াকরণের অপরাধে চট্টগ্রামের বাকলিয়া থানায় অবস্থিত তিন সেমাই ফ্যাক্টরিকে ১ লাখ ৮০ হাজার টাকা জারমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুর ১২টার দিকে থানার রাজাখালী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

এতে নেতৃত্ব দেন- জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ, সহকারী পরিচালক রানা দেব নাথ ও মো: আনিছুর রহমান।

মোহাম্মদ ফয়েজ উল্যাহ জানান, রাজাখালীতে অবস্থিত বিভিন্ন সেমাই কারখানা পরিদর্শন করে তিনটি কারখানায় অপরিষ্কার অপরিচ্ছন্ন পরিবেশে সেমাই প্রস্তুত ও প্রক্রিয়াকরণের প্রমাণ পাওয়া যায়। যার কারণে, তাদের তিন দোকান মালিককে ১ লাখ ৮০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। এরমধ্যে আর জে সেমাই ফ্যাক্টরিকে ৪০হাজার টাকা, আব্দুর রহিম সেমাই ফ্যাক্টরিকে ৪০ হাজার টাকা এবং হোসেন ফুডস কোং-কে ১ লাখ টাকা অর্থদণ্ড করা হয়।

;

বরিশালে আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বরিশাল
ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

রমজান মাস উপলক্ষ্যে বানারীপাড়া উপজেলার প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেছেন বরিশাল জেলা প্রশাসক শহিদুল ইসলাম। 

বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুরে বানারীপাড়া উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর, উন্নয়ন প্রকল্প পরিদর্শন এর পাশাপাশি রমজান মাস উপলক্ষ্যে কাজলাহার প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেন বরিশাল জেলা প্রশাসক শহিদুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বানারীপাড়া নির্বাহী অফিসার অন্তরা হালদার, বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার মোঃ রবিউল হাসান ভূঁইয়া।

এ সময় জেলা প্রশাসক শহিদুল ইসলাম আশ্রয়ণ বাসিন্দাদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেন এবং পাশাপাশি বাসিন্দাদের বিভিন্ন বিষয় খোঁজ খবর নেন।

এ সময় জেলা প্রশাসক শহিদুল ইসলাম বলেন, পবিত্র মাহে রমজানের উপলক্ষে আশ্রয়ণ প্রকল্পের অসহায় হতদরিদ্রদের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে কিছু সহায়তা প্রদান করা হয়েছে। এর কার্যক্রম জেলার সকল উপজেলার অব্যাহত থাকবে।

 

;

আইপিইউর এশিয়া প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হলেন স্পিকার



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী

  • Font increase
  • Font Decrease

ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) এশিয়া প্যাসিফিক গ্রুপের এক বছরের জন্য চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। 

বৃহস্পতিবার (২৮ মার্চ) জাতীয় সংসদ সচিবালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

১৪৮তম আইপিইউ অ্যাসেম্বলির গভর্নিং কাউন্সিলের সমাপনী সেশনে স্পিকারের অংশগ্রহণ বুববার (২৭ মার্চ) স্পিকার শিরীন শারমিন চৌধুরী সুইজারল্যান্ডের জেনেভাতে ‘১৪৮তম আইপিইউ অ্যাসেম্বলি' উপলক্ষে অনুষ্ঠিত গভর্নিং কাউন্সিলের সমাপনী সেশনে বক্তব্য রাখেন।

এ সেশনে আইপিইউর প্রেসিডেন্ট ড. টুলিয়া অ্যকসন, আইপিইউ সেক্রেটারি জেনারেল মার্টিন চুংগংসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

;

ফটিকছড়িতে সেপটি ট্যাংকে পড়ে ‍শিশুর মৃত্যু



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম
ফটিকছড়িতে সেপটি ট্যাংকে পড়ে ‍শিশুর মৃত্যু

ফটিকছড়িতে সেপটি ট্যাংকে পড়ে ‍শিশুর মৃত্যু

  • Font increase
  • Font Decrease

চট্টগ্রামের ফটিকছড়িতে সেপটি ট্যাংকে পড়ে মো. রোহান (৫) নামের এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বুধবার (২৭ মার্চ) বিকেলে উপজেলার আজাদীবাজার এলাকার রনজুরহাট সংলগ্ন অলি আহমদ বাড়িতে এ ঘটনা ঘটেছে।

নিহত শিশু রোহান ওই এলাকার প্রবাসী মো. শাহজাহানের ১ম সন্তান এবং রোহান স্থানীয় এক মাদ্রাসায় নুরানি বিভাগের শিক্ষার্থী।

নিহত রোহানের আপন মামা মো. আব্বাস বলেন, আমার বোনের পার্শ্ববর্তী ফুফু শাশুড়ির ঘরে টয়লেটের সেপটি ট্যাংক পরিষ্কার করার জন্য ট্যাংকির ঢাকনি তুলে সেখানে প্লাস্টিক দিয়ে ডেকে রাখা হয়। ভাগনে রোহান বেশিরভাগ সময় ওই ঘরেই থাকে। আজকে দুর্ভাগ্যবশত রোহান ওই ট্যাংকিতে পড়ে যায়। সেখান থেকে উদ্ধার করে ডাক্তারের কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করে।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল হুদা জানান, ঘটনাটি আমরা শুনেছি। এ ঘটনায় থানায় এখনো কোনো অভিযোগ হয়নি।

;