মুক্তিযুদ্ধে ব্যবহৃত মর্টার শেল উদ্ধার

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রংপুর
  • |
  • Font increase
  • Font Decrease

মুক্তিযুদ্ধে ব্যবহৃত মর্টারের শেল উদ্ধার/ছবি: বার্তা২৪.কম

মুক্তিযুদ্ধে ব্যবহৃত মর্টারের শেল উদ্ধার/ছবি: বার্তা২৪.কম

রংপুরের লোহানী বিল থেকে মর্টারের একটি শেল উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে শেলটি মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত হয়েছিল।

বুধবার (১৮ মার্চ) দুপুরে মিঠাপুকুরের বলদিপুকুর আদিপাড়ায় লোহানী বিলে মাটি কাটার সময় এটি উদ্ধার হয়।

বিজ্ঞাপন

এলাকাবাসী জানান, বিলের মাটি খুঁড়তে গিয়ে মর্টারের শেলটি বের হয়। প্রথমে শ্রমিকরা আতঙ্কিত হলেও পরে পুলিশকে খবর দেন তারা।

খবর পেয়ে মিঠাপুকুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বন্দুকের শেলটি পরীক্ষা-নিরীক্ষা করেন। বর্তমানে র‌্যাব-১৩ একটি ইউনিট শেলটি ডিসপোজালের দায়িত্বে রয়েছে।

বিজ্ঞাপন

এ ব্যাপারে মিঠাপুকুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর আলী বিশ্বাস বার্তা২৪.কম-কে বলেন, ধারণা করা হচ্ছে এটি মুক্তিযুদ্ধকালীন শেল হবে। র‌্যাবের সদস্যরা এটি নিয়ে কাজ করছেন।

অন্যদিকে রংপুর জেলা পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার জানান, উদ্ধার হওয়া মর্টারের শেলটি বহু পুরাতন। এর কার্যকারিতা নষ্ট হয়ে গেছে।