করোনা: পণ্য মজুদ না করে ন্যায্য দামে বিক্রির আহ্বান সাদ এরশাদের
জাতীয়
করোনা পরিস্থিতিতে প্রয়োজনীয় খাদ্যপণ্য মজুদ না করে ন্যায্য দামে বিক্রি করতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব ও রংপুর-৩ আসনের সংসদ সদস্য রাহগীর আল মাহি সাদ এরশাদ।
এরশাদপুত্র সাদ বলেন, রোগের কোনো ধর্ম নেই। যখন মহামারি শুরু হয়, সেটা সবার জন্যই। আমাদের সচেতন ও সতর্ক হতে হবে। জনসমাগম এড়িয়ে চলতে হবে। সরকারি নির্দেশনা মেনে চলাসহ করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রোধে চিকিৎসকদের কথা মেনে চলতে হবে।
আতঙ্কিত না হয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করলে করোনাভাইরাসের মতো মহামারি থেকে বাঁচা সম্ভব উল্লেখ করে তিনি বলেন, সবাইকে নিরাপদে থেকে নিজ নিজ ধর্মানুযায়ী আপাতত ধর্ম পালন করতে হবে।
বিজ্ঞাপন
এসময় তিনি রংপুরের সব বিনোদন কেন্দ্রে লোকসমাগম বন্ধ করারও আহ্বান জানান। পরে নগরীর পায়রা চত্বর থেকে শাপলা চত্বর হয়ে অন্তত ১১টি স্থানে কয়েক হাজার লিফলেট বিতরণ করেন তিনি। এসময় তার সঙ্গে রংপুর মহানগর ও জেলা জাতীয় পার্টির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (সিইপিজেড) জেএমএস ও ম্যারিমো নামে দুটি পোশাক কারখানার শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অর্ধশতাধিক শ্রমিক আহত হয়েছেন।
শনিবার (১১ জানুয়ারি) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। সংঘর্ষের পর কারখানা দুটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
আহত শ্রমিকদের বরাতে জানা গেছে, দীর্ঘদিন ধরে বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলন করছিলেন জেএমএস ও ম্যারিমো কারখানার শ্রমিকরা। এর মধ্যে জেএমএস কর্তৃপক্ষ তাদের শ্রমিকদের দাবি মেনে নেয় এবং তারা শনিবার থেকে কাজে যোগ দেন।
তবে ম্যারিমো কারখানার শ্রমিকরা তখনও আন্দোলনে ছিলেন। শনিবার সকালেই তারা জেএমএস কারখানায় ঢুকে ভাঙচুর ও এলোপাতাড়ি হামলা চালান। এতে অর্ধশতাধিক শ্রমিক আহত হন।
আহতদের মধ্যে বেশিরভাগই জেএমএস কারখানার শ্রমিক। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সংঘর্ষের পরপরই সেনাবাহিনী, পুলিশ ও শিল্প পুলিশের একাধিক দল ঘটনাস্থলে উপস্থিত হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন সেনাবাহিনীর কর্মকর্তারা।
শিল্পপুলিশ চট্টগ্রাম বন্দর জোনের পরিদর্শক গোলাম নবী বলেন, শ্রমিক অসন্তোষের জেরে দুই কারখানার শ্রমিকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে, সংঘর্ষের পর পরিস্থিতি সামাল দিতে জেএমএস ও ম্যারিমো কারখানার কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করেছে।
নেত্রকোনায় মাঠজুড়ে হলুদ আর হলুদ। গত তিন বছরে নেত্রকোনার ১০ উপজেলায় সরিষার আবাদ বেড়েছে প্রায় আড়াইগুণ। ফলন ভালো হওয়ায় বেড়েছে সরিষার আবাদ। কৃষকরা আমন এবং ইরি ধান আবাদের মাঝের সময়ে সরিষা চাষে আগ্রহী হচ্ছেন।
জেলার কৃষি সম্প্রসারণ অধিদফতরের তথ্যমতে, নেত্রকোনার ১০টি উপজেলায় এ বছর ১৩ হাজার ৫০ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। এরমধ্যে জেলার সদর উপজেলায় ২ হাজার হেক্টর, পূর্বধলা উপজেলায় ২ হাজার ৬৮৫ হেক্টর, দুর্গাপুর উপজেলায় ৬০০ হেক্টর, কলমাকান্দা উপজেলায় ১ হাজার ৫০ হেক্টর, মোহনগঞ্জ উপজেলায় ৫৩২ হেক্টর, বারহাট্টা উপজেলায় ৬৭৫ হেক্টর, কেন্দুয়া উপজেলায় ১ হাজার ৪৭৮, আটপাড়া উপজেলায় ৮৫০ হেক্টর, মদন উপজেলায় ২ হাজার ১০ হেক্টর এবং খালিয়াজুরী উপজেলায় ৩৭০ হেক্টর জমিতে সরিষা আবাদ করা হয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মোহাম্মদ নুরুজ্জামান বলেন, এবার ১৩ হাজার ৫০ হেক্টর জমিতে আবাদ হয়েছে। যদিও কৃষি বিভাগের লক্ষ্যমাত্রা ছিলো ১৩ হাজার ৫১ হেক্টর। তিনদফা বন্যার ফলে শেষের বন্যাতে ধানের ফলন দেরিতে হওয়ায় সরিষার জন্য উপযুক্ত হয়নি জমি। ফলে ১০০ হেক্টর কম আবাদ হয়েছে।
তিনি আরও জানান, গত বছর ২০২৩ এ আবাদ হয়েছিলো ১০ হাজার ৮৮০ হেক্টর। যার উৎপাদন হয়েছে ১৭ হাজার ৭৭২ মেট্রিক টন। ২০২২ এ ৭ হাজার ৪৫০ হেক্টর যার উৎপাদন হয়েছিলো ৯ হাজার ৬৭৬ মেট্রিক টন। ২০২১ সালে ৫ হাজার ২৫০ হেক্টরে উৎপাদন হয়েছিলো ৬ হাজার ৮২৬ মেট্রিক টন এবং তারও আগে ২০২০ সালে ৫ হাজার ১৯২ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছিল। উৎপাদন ছিলো ৬ হাজার ৬১৩ মেট্রিক টন। আবাদ এবং উৎপাদন বাড়ায় কৃষকরা দুটি ধানের ফসলের মাঝের সময়ে সরিষা আবাদের দিকে ঝুকঁছে। কমে আসছে পতিত জমির পরিমাণ। ধানের পাশাপাশি প্রায় লাখো কৃষক এই সরিষা আবাদে আগ্রহী হয়েছেন বলেও জানায় কৃষি অধিদফতর।
নেত্রকোনা সদর উপজেলার রৌহা ইউনিয়নের বাসিন্দা আনোয়ার হোসেন বলেন, আমাদের আমন আবাদের পর কিছুদিন জমিটা পতিত পড়ে থাকে। সরিষা আবাদের ফলে জমিও কাজে লাগছে পাশাপাশি নিজেদের ভোজ্য তেলের চাহিদাও মিটছে স্বাস্থ্যসম্মত উপায়ে।
একই গ্রামের উদ্ভিদবিজ্ঞানের কলেজ শিক্ষক নাজমুল কবীর সরকার বার্তা২৪.কমকে জানান, চাকরি করলেও আমরা মূলত কৃষক। আমার বাবাও কৃষি কাজ করেছেন আমিও কৃষি কাজ করি। তিনি বলেন, সরিষা এমন এক ফসল যা শুধু ফেলে রাখলেই গাছ হয়। একদম কম খরচে ভালো ফলন যাকে বলে। যার জন্য অতিরিক্ত কিছু করা লাগে না। আমরা বিভিন্ন সভা সেমিনারে বলার চেষ্টা করছি সরিষা খুব সহজের একটি শস্য।
গত কয়েক বছরে সরিষার আবাদ বৃদ্ধির কারণ হিসেবে কৃষি অধিদফতরের উপ পরিচালক কৃষিবিদ মোহাম্মদ নুরুজ্জামান বলেন, আমরা কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে তিন বছর মেয়াদি সরিষার আবাদ বৃদ্ধির জন্য পরিকল্পনা নিয়েছিলাম। বিদেশী তেলের ওপর আমদানি ৪০ ভাগ নির্ভরতা কমানোর লক্ষ্যে কৃষি প্রণোদনা ও উদ্বুদ্ধকরণ কর্মসূচী গ্রহণের পাশাপাশি প্রশিক্ষণও দেয়া হয়েছে। এতে কৃষকরা সরিষা চাষে আগ্রহী হয় এবং ফলনও বাম্পার হয়েছে।
কয়েকদিন ধরেই রাজধানীসহ দেশের উত্তরাঞ্চলের জেলাগুলোর ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এতে তাপমাত্রা কমে কনকনে শীত অনুভূত হয়েছে। তবে এই পরিস্থিতির পরিবর্তন হয়ে আগামী তিন দিন রাত ও দিনের তাপমাত্রা বাড়বে। এতে শীত কিছুটা কম অনুভূত হবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
শনিবার (১১ জানুয়ারি) সকালে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে দেওয়া পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৭২ ঘণ্টা অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে এই সময়ের মধ্যে শেষরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
তবে পঞ্চগড়, কুঁড়িগ্রাম, যশোর, মৌলভীবাজার ও গোপালগঞ্জ জেলাসমূহের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। সময় বাড়ার সাথে সাথে এই শৈত্যপ্রবাহ কমতে পারে।ফলে, সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। আর মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। আর এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
আগামীকাল রোববার (১২ জানুয়ারি) দেশের দক্ষিণাঞ্চলে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এছাড়া দেশের অন্যান্য জায়গায় তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এদিকে আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়।
হবিগঞ্জে যাত্রীবাহী বাস ও লেগুনার সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
শনিবার (১১ জানুয়ারি) সকালে মাধবপুর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়ক অংশে এ দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে থানার ওসি মাহমুদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সকাল ৮ টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলায় স্টার সিরামিকের সামনে সিলেটগামী একটি যাত্রীবাহী বাস পেছন থেকে একটি লেগুনাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ২ জন নিহত ও ৪ জন আহত হন।
তিনি আরও বলেন, আহতদের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে তাৎক্ষণিক নিহতদের পরিচয় পাওয়া যায়নি। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। লাশগুলো হাইওয়ে থানার সামনে রাখা হয়েছে।