মেঘনায় বাল্কহেড-স্পিডবোটের সংঘর্ষ, নিহত ২

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, মুন্সিগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

মেঘনায় বাল্কহেড-স্পিডবোটের সংঘর্ষ, নিহত ২

মেঘনায় বাল্কহেড-স্পিডবোটের সংঘর্ষ, নিহত ২

মুন্সিগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে বাল্কহেডের সঙ্গে স্পিডবোটের সংঘর্ষে ২ জন নিহত ও ১ জন আহত হয়েছেন।

শুক্রবার (১০ জানুয়ারি) রাত সাড়ে ৯ টার দিকে গজারিয়ার গুয়াগাছিয়া ইউনিয়নের মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহতরা হলেন-অদুদ বেপারী (৩৫) ও নাঈম (৩০)। উভয়ের বাড়ি গজারিয়ার গুয়াগাছিয়ায়। গজারিয়ার নৌপুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক মো. আলামিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নদীতে নোঙর করে রাখা বাল্কহেডের সঙ্গে রাতে দ্রুতগতির স্পিডবোটের সংঘর্ষ হয়। এতে দুই জন নিহত হয়। তবে কতজন আহত হয়েছে তা এখনও জানতে পারিনি। শুনেছি স্পিডবোটে ১০ থেকে ১২ জন ছিল।

বিজ্ঞাপন

গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সায়মা আক্তার বলেন, রাত পৌনে ১০টার দিকে তিনজনকে আমাদের হাসপাতালে নিয়ে আসা হয়। এদের মধ্যে দুজন মৃত ছিলেন। আবদুল হালীম (৩৪) নামে একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে গুরুতর অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।

এ ব্যাপারে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার আলম আজাদ বলেন, নিহত দুজনের মরদেহ গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে রয়েছে। ধারণা করা হচ্ছে রাতে কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে।