করোনা প্রতিরোধে টেলিমেডিসিন সেবা চালু মমেকের

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ময়মনসিংহ
  • |
  • Font increase
  • Font Decrease

এই নম্বর দুইটিতে কল দিয়ে টেলিমেডিসিন সেবা নিতে পারবেন রোগীরা, ছবি: সংগৃহীত

এই নম্বর দুইটিতে কল দিয়ে টেলিমেডিসিন সেবা নিতে পারবেন রোগীরা, ছবি: সংগৃহীত

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে করোনাভাইরাস প্রতিরোধে এবং সচেতনতা বৃদ্ধির পাশাপাশি জ্বর, সর্দি-কাশিজনিত রোগের জন্য টেলিমেডিসিন সেবা চালু করা হয়েছে।

রোববার (২২ মার্চ) থেকে হাসপাতালের ওয়ানস্টপ সার্ভিসের মাধ্যমে এই টেলিমেডিসিন সেবা দেওয়া শুরু হয়েছে।

বিজ্ঞাপন

হাসপাতালটির বিভিন্নস্থানে ঘোষণা সম্পর্কিত একটি নির্দেশনা টাঙানো হয়েছে। এতে লেখা রয়েছে- 'সাধারণ জ্বর, সর্দি, কাশি, গলা ব্যথা হলে নিন্মোক্ত মোবাইল নম্বরে কল করে সেবা নিন'। নির্দেশনাটিতে ০১৩০৬৪৯৭০৯৫ ও ০১৩০৬৪৯৭০৯৬ এই দুটি মোবাইল নম্বর উল্লেখ রয়েছে।

এ সেবা চালুর প্রথম দিনেই অনেক লোক ওই নম্বরগুলোতে ফোন দিয়ে করোনা সম্পর্কে বিস্তারিত তথ্য জেনেছেন এবং সর্দি-কাশি সমস্যায় চিকিৎসকের পরামর্শ নিয়েছেন বলে জানা গেছে।

বিজ্ঞাপন

এ বিষয়ে মমেক হাসপাতালের উপ-পরিচালক ডা. লক্ষ্মী নারায়ণ মজুমদার বলেন, রোগীরা এমনিতেই এই সময়টাতে করোনা আতঙ্কে ভুগছেন। সেই সাথে চিকিৎসক ও নার্সদের ভেতরেও একই রকম আতঙ্ক কাজ করছে, তারপরও এখানে রোগীদের যথাযথ চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। হাসপাতালে সাবধানে দায়িত্ব পালনের জন্য ৭০ জন চিকিৎসক ও সেবিকাকে ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম বা পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট (পিপিই) দেওয়া হয়েছে।